পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

321 বাক্য মিলাইয়। বিবেচনা করত তদগুপ্তভাৰ আপনারাই অধিকাংশে বুঝিবে এবং অন্যদিগকে বুঝাইতে ও পা. রিবে। সেও বর্তমান কালেতে সিদ্ধ হইতেছে যেহেতুক ইদমীন্তন অনেক জন জ্ঞানি লোক পূৰ্ব্বকালীন ভাবিবক্তগণের লিথিত গ্রন্থ এব• ধৰ্ম্ম শাস্ত্রের আর ২ গ্রন্থ সমস্তকে বিবেক করত বার স্থার পাঠ করিয়া তত্তদ্ব্যাখ্যা করিয়াছেন এব• বহু ব্যক্তিরা পৃথিবীর সব্বত্রে গিয়া প্রায় সকল দেশীয়দিগকে অদ্বিতীয় এক পুরমেশ্বর বিষয়ক সত্য শাস্ত্ৰভাৰ প্রকাশন্ধপে জানাইতে ও উদ্যত হইয়াছেন এ বিদিত । to e কিন্তু দানিএল মুনি উক্ত বিষয় সমস্ত কোন কালে ঘটিৰে ইহার বিশেষ স্লষ্টেন বুঝিয়া দূতকে জিজ্ঞাসিলেন “ এ বিষয়ের সমাপ্তি কোন সময়ে झईटद ”: তাহাতে দূত উত্তর করিল “ হে দানিএল তুমি গিয়া যাও যেহেতুক শেষকাল পর্যন্ত কথিত বাক্য সকল বদ্ধ করা গিয়াছে (অর্থাৎ সে কিঞ্চিৎ অল্পষ্ট বটে).কিন্তু ইহার পর অনেকে আপনাদিগকে পবিত্র ও নিৰ্ম্মল করিয়া রাথিৰে এৰ- উহাদেরি সুপরীক্ষা লওয়ান যাইৰে কিন্তু দুষ্টগণ কেবল পাপাচার করিৰে তাহাতে দুষ্টদের प्ररक्षण ८करुझे द1 इंज्ञा বুৰিৰে না কেৰল জ্ঞানিরাই বুঝিৰে ”। কারণ যে কোন ব্যক্তির শুদ্ধান্তঃকরণ না হয় সে পরমার্থ বিষয় বুঝনে অপারক হয় আর পরমেশ্বর কেবল "স্বাধুগণের জ্ঞানোদয় করান এও নিশ্চিত ।