পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

29 জন যুবা হেব্রি লোককে বিশিষ্ট, শিক্ষক গণের হস্তস্থ করিয়া দিলেন আর শিক্ষকগণ তাহাদিগকে বাবুলনীয়দের ভাষা ও ব্যবস্থা ও নীতি ও চলিত ব্যবহারাদি অধ্যয়ন ও শিক্ষা করান এই আদেশ দিলেন। আর তাহার জ্যোতিঃশাস্ত্র ও পরিমাণ বিদ্যা এবম সঞ্জ্যাদি নির্ণয় বিদ্যা ও শিক্ষা করিল এই সম্ভবে কারণ থলয় দেশের অতি বৃহৎ মাঠ বা সমান ভূমি থাকাতে সেথানে প্রায় প্রথমকালাবধি জ্যোতির্বিদ্যার উৎপত্তি হইল যে হেতুক সেখানকার বায়ুর সাম্যভাব ও স্বচ্ছতা ও প্রায় বার মাসের মধ্যবিতাবস্থা প্রযুক্ত লোকে গৃহের ছাতোপরি রাত্রিযোগেও থাকিতে পারিত এব^ আঁকাশের সুন্দরত্ব ও তারাদির অতিশয় উজ্জ্বলভাব দেখিয়। তাহারণ মণ্ডলের জ্যোতিবিষয় শিক্ষা করণে আকর্ষিত হইল। তাহাতে কালক্রমে গ্রহাদির দূরত্ব ও গতি পরিমাণ দ্বারাতে ঐ সম্ভ্র্যাদি বিদ্যার প্রথম জ্ঞান ও সূত্র রচনা হইল । o o অতএব যাবদিন .দানিএল ও তাহার সঙ্গি, ত্রয় ঐ রূপ বিদ্যাধ্যয়নে কালক্ষেপ করিতেছিলেন তাবদিন রাজ। আপন পাত্রেতে রাখা যাইত যে খাদ্য পেয় তব্যের কিয়দ৭শ উহাদিগের প্রতিদিনের আহারার্থে দিয়া পুiাঠাইভুেন। ইছাতে তাহাদের প্রতি রাজার অনুগ্রহ প্রকাশ পাইল বটে আর তাহার শারীরিক সুস্থ ও হৃষ্টপুষ্ট ও সুন্দরবদন হয়, আর তাহার উপযুক্ত পারিষদ ও হয় আর তাহার রাজপুসাদপ্রাপ্ত হইয়।