পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

39 যেহেতুক কাব্য পাঠ ও রচনা কৰুণ এব• বাদ্য বিদ্যা শিক্ষা করা হেরিদের এব• আর ২ নানা দেশীয়দের অতিশয় ব্যবহৃত কৰ্ম্ম ছিল আর বাৰুলনীয়ের গৃহাদি নির্মাণ বিদ্যায় অতি নিপুণ। শেষে পূৰ্ব্বোক্ত ঐহিক ও সা^\সারিক বিদ্যা ভিন্ন পরমেশ্বর দানিএলকে পারমার্থিক বিদ্যা ও দান করিলেন এবণ স্বপুে শ্রুত ও দৃষ্টার্থ জ্ঞাপন শক্তি ও তাৰি বিষয় প্রকাশকরণ শক্তিও দিলেন । নবুখদনজর সৈন্যশাসনকারী ছিলেন এবণ লাবোপলাতুর রাজকৰ্ম্ম নিৰ্ব্বাহক ছিলেন ইহা পূর্ক্সে’লিথিয় দিয়াছি অতএব দানিএল ও তাহার সাথি ত্রয় যে সময় বাবুলনের পাঠশালায় কিম্ব নিবিড় বন মধ্যে বিদ্যা শিক্ষা করিতেছিলেন সে সময় নৰুখদনজর দূর দেশে গিয়া ঔ৪প্তনিৰাসিদের সঙ্গে যুদ্ধ করিতেছিলেন। সেই যুদ্ধে তিনি ঔপ্তপ্তীয় সৈন্য পরাভব করিয়া তাহাদিগকে সুরিয়া দেশহইতে ঔ৪প্তের সীমাস্থিত নদীর ওপারপর্যন্তও তাড়াইয়। দিলেন সে নদী ঔগুপ্ত ও ফিলিষ্টিয়া দেশের অন্তরস্থিত মহাজঙ্গল দিয়া বহিতেছে। পরে যুদ্ধ ঐরূপ সাঙ্গ করিব মাত্র তিনি পিতার লোকান্তর গমনের লম্বাদ পাইয়া ঐ জঙ্গল দিয়া ত্বরায় স্বদেশে প্রত্যাগতে রাজ্যাভিষিক্ত হইলেন সে সময় তাহার রাজ্য অতি বিস্তারিত থাকিল যেহেতুক সে প্রস্থে হিন্দুস্থান হইতে ভূমিৰেষ্টিত নাম সাগর পর্যন্ত আয়ত এৰণ দীর্ষে ফারল দেশের মহাখাল অবধি রক্ত সাগর পর্যন্ত বাড়িয়া ব্যাপিল রাজ্য এত বড় হইলে ও তিনি অতিশয় বুদ্ধিদ্বার।