পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

41 রাজ কৰ্ম্ম সকল উত্তমরূপে চালাইতেছিলেন এৰণ নিজ গুণ ও পর্যক্রম উভয় প্রযুক্ত তাহার মহান নবুখদনজর এ উপাধি দেওয়া গেল। এতৎকালের পূৰ্ব্বে এক বৎসরের কিঞ্চিৎঅধিক কাল হইল দানিএলবাৰুলনেতে আগত হইয়াছিলেন আর যুব ব্যক্তিদের সন্তু বিদ্যোপাজ্জনার্থে তিন বৎসরের কাল নিরূপিত হইয়াছিল তদন্তে তাহারা পরীক্ষিত হওনার্থে রাজার স্থানে আনীত হইয়। প্রস্তুতকৃত হইল। তাহাতে নবুখদনৰ্জ্জর আপনি ও বুদ্ধিমান ও বিবেকী হন এ নিমিত্ত তিনি যুৱ লোকের গুণ পরীক্ষণ লওনেও সক্ষম। অতএব তাহাদের সঙ্গে কিয়ৎকাল কথোপকথন ও শাস্ত্র ব্যুৎপত্তি বিষয়ে জিজ্ঞাসা করিয়া দানিএল ও তাহার বন্ধুত্রয়ের আর-২ সকলের অপেক্ষাও অধিক বিদ্যা ও শাস্ত্রজ্ঞান আছে তাহ অনায়াসে নির্ণয় করিলেন অতএব তাহার রাজবাড়ীতে থাকিয় কোন সম্বুমপদে নিযুক্ত হইয় রাজকৰ্ম্ম করে এই আদেশ দিলেন। , - শেষে কেহ যদি জিজ্ঞাসা করে সমবয়স্ক আর ং যুব লোকের মধ্যে কেবল ঐ তিন যুবা ব্যক্তির এত জ্ঞানবৃদ্ধি ও উন্নতি লাভ হইল কেমনে তাহ বলিয়া দি । তাহার। অভ্যাসকালে অতি সুমনোযোগ পূর্বক বিদ্যোপাৰ্জ্জন করিত আর সব্বদা মধ্যবিত ও সদাচার এবণ যত্বকারিত। ও ঈশ্বরভক্তি করিত আর অভ্যাস সময়ে ঈশ্বর যেন আশীৰ্ব্বাদ করেন ইহাও তাছাদের সদ। প্রার্থিত। যেহেজুকু মনের উদ্যমভঙ্গ হওমের কারণ অনেকেই থাকিল