পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

53 * } অনুগ্রহ করিয়া দানিএলকে গুপ্ত বিষয় জানাইয় আপন ভক্তগণের প্রাণ রক্ষা যেন করেন এমত প্রার্থনা করিতে পরামর্শ দিলেন । অতএব পরমেশ্বর স্নেই রাত্রি স্বপুযোগে দানিএলের প্রতি আপনার দর্শন দিয়া রাজার পূৰ্ব্বদৃষ্টার্থ বোধ করাইলেন এব^ ইনি তাহা কিপ্রকার ব্যাখ্যা করিবে ইহাও বুঝাইয়া কহিলেন তাহাতে দানিএল আনন্দ পূৰ্ব্বক ঈশ্বরের স্তবস্তুতি করিয়া বলিলেন ধন্য ২ পরমেশ্বর তাহার নিত্য ২ ধন্যবাদ হউক যেহেতুক কেবল তিনি মাত্র জ্ঞানের অাকর ও পরমশক্তিমান তিনি কালের গতি ও সময়ান্তর নিরূপিত করেন তিনি স্বেচ্ছামতে রাজাদিগকে পদস্থ কিম্বা অপদস্থ করিয়া রাখেন এৰ পণ্ডিত গণকে জ্ঞান দান করেন আর বুদ্ধিমান ব্যক্তির বুদ্ধিদাতা তিনিই হন তিনি গুপ্ত ও গৃঢ়াৰ্থ বিষয় প্রকাশিত করেন এব^ অন্ধকারে তে যাহা হয় তাহাও জানেন আর দীপ্তি যে সে তাহারি নিকটস্থ থাকে। হে আমার পূৰ্ব্বপুরুষগণের ঈশ্বর তুমি আমাকে বুদ্ধি ও ক্ষমতাদান করিয়াছ এবe আমাদের প্রাথিত বিষয় জানাইয়াছ অতএৰ আমি তোমার স্তব ও ধন্যবাদ করিতেছি যেহেতুক তুমি রাজার বিষয় আমাকে জ্ঞাত করাইয়াছ। দানিএল ইহা কহিয়া অবিলম্বে আরিয়থের সন্নিধানে গিয়া কছিলেন তুমি বাবুলন নিবালি পণ্ডিতগণকে নষ্ট করিও না বরণ আমাকে রাজার সাক্ষাৎকারে আনিয়া দেও আমিই রাজার স্বপুর্থ করিয়া দিব ।