পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

67 বিনয়ি সেবকের মত প্ৰণিপাত হইয়া সুগন্ধি দুৰ্য ও নৈবেদ্যাদি অানিয়া তাহাকে প্রদান করিতে আজ্ঞা করিলেন। কিন্তু দানিএল তাহ গ্রহণ করিলেন না বর৯ হেব্রি লোক যে এক মাত্র সত্য ঈশ্বরের সেবা করিয়৷ থাকে তাহার বিশেষ গুণাদি বৃত্তান্ত করিয়া নৰুখদনজ্জরকে বুঝাইয়া দিলেন। তাহাতে রাজা উত্তর করিয়া কহিলেন সত্য ২ তোমারদেরি ঈশ্বর ঈশ্বরদের ঈশ্বর এব^ রাজাগণের প্রভু এব^ গুপ্ত প্রকাশক ৰটেন। o কিন্তু নবুখদনজর যদ্যপিও পরমেশ্বরের ঐ রূপ প্রশ৭সা করিলেন তত্ৰাপি তিনি দেবপূজা ত্যাগ করিয়া সুব্যবহারী হইয়া উঠিলেন না ইহাতে ৰোধ হয় অন্তঃকরণের সুস্বভাব না হইলে সত্য জ্ঞানেরও কিছুই ফল দশে না বর০ সে ব্যর্থ ও বিফল হয় । * পরে রাজা নবুখদনজর দানিএলকে অনেক উত্তম দুৰ্য দান করিলেন এব• তাহাকে বাবুলনীয় পণ্ডিতগণের মধ্যে প্রধান ও বাবুলন প্রদেশের অধ্যক্ষ এর৯ রাজসভার মধ্যে এক • জন করিয়ু রাথিলেন । खरोद्भः দেখ দানিএল কেবল বাইশ বৎসরের মানুষ হইলে তাহার এমত উন্নতি ও সন্তুম করা গেল কিন্তু সমুদকালে ও তিনি বন্ধুগণকে বিস্মৃত হন নাই বর৯ রাজার স্থানে তাহাদের বিষয় জ্ঞাত করিয়া দিলে রাজা তাহাদিগকে ও কোন ভারি পদ দিয়া উন্নত করিলেন । - -l.--