পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

69 ৪ অধ্যায় । নবুখদুমজ্জর কর্তৃক য়িক্লশালম নগরের উচ্ছেদ করণ। নবুখদনৰ্জ্জুরের স্বপুদৰ্শন হওন কিছু দিন পরে য়িহোয়াথিম নামে যুদা দেশের তথনকার রাজা বাবুলনীয় রাজার অধীনতা ত্যাগ করিয়া ফারোনেথো নাম ঔগুপ্তীয় রাজার সঙ্গে ঐক্য হইয়া সন্ধি করিলেন । তৎকালে নবুখদৃনজর স্বরাজ্যের বিষয়ে ব্যস্ত হইয়। থাকিলেন অতএব সৈন্য লইয়। য়িহোয়াথিমকে বশ•করণার্থে তৎক্ষণাৎ যাত্রা করিতে পারিলেন না কিন্তু স্বরাজ্যের পশ্চিম প্রদেশাধ্যক্ষ সমুদায়ের প্রতি যুদ। দেশেতে আক্রমণ পূৰ্ব্বক তন্নিবাসিদের যথাশক্তি বিড়ম্বনু করিতে আজ্ঞা মাত্র দিলেন। তাহাতে আম্মোন ও মোয়াব ও সুরিয়া ও আরব এ চারি প্রদেশনিবাসির য়হুদিদের मेरृङ्ग তিন বৎসরের যুদ্ধ করিল এব^ শতু বল য়িত্তশালম নগরের চতুর্দিগে বসিয়া পরিবেষ্টন করাতে তন্নিবাসির বাহির হক্টতে পারিল ন। ইতিমধ্যে য়িহোয়াথিম, লোকান্তর গত হইলে তাহার পুত্ৰ য়িহোয়াথিন তৎপরিবৰ্ত্তে রাজ্যাভিষিক্ত হইলেন । শেষে তিন বৎসরান্তে নবুথ নজর আপনি সসৈন্য হইয়া আসিয়া নগরকে যুদ্ধে ধরিয়া স্ববশে রাথিলেন আর সেখানকার মহামন্দির ও কুলীনলোকের অট্টালিকা মধ্যে যে ২ ধনরাশি পাওয়া গেল সে সমস্ত একেবারে কাড়িয়া লইলেন । এব৯ রাজা য়িছোয়াথিমকে শৃঙ্খলে বদ্ধ করিয়া বাবুল