পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

93 দশিল । তাহাতে অতি দূর স্থান পর্যন্তও তাহার চতুদিগেতে মহা লোকারণ হইল আর অনেকানেক সম্ভান্ত এৰণ মহৎ লোক উপস্থিত হন তাহ বেশ ভূষণাদি দ্বারা প্রত্যক্ষ বোধ হইল। বস্তুতঃ মাঠের এক স্থানে বাবুলন দেশের রাজকুমার এবণ কুলীনগণ স্বর্ণভূষিত অথচ চিকুণ তোলা বন্ত্র ধারণ করণ পূৰ্ব্বক দাড়াইয়। থাকিলেন এব৯ সতত রাজকৰ্ম্ম করণ প্রযুক্ত স্নান বদন হন যে ধীর রাজমন্ত্রী ও ধীসচিব ও বিচারক দল তাহারা ও সেই স্থলে আগত হইলেন। তৎ স্থানের অনতিদূরে রাজভাণ্ডারাধ্যক্ষ সকল এব^ অপরাধি ব্যক্তিদের দণ্ড দেওন ভারগ্রস্ত লোক সমুদায় উপস্থিত থাকিলেন। অন্য এক স্থানে উজ্জ্বল কবচধারী অথচ পক্ষাস্থত এড় বিশিষ্ট এব৯ বায়ুদ্বারা হেলায়মান চূড়াযুক্ত শিরস্ত্রাণবিশিষ্ট যোদ্ধৃদল ও সেনাপতি পদস্থ সমুদায় আগত হইয়া দাড়াইল। আর নানা ভাষাভাষী ও নানামতব্যবহারী অনেকানেক দূরস্থিত প্রদেশাধ্যক্ষ লোক স্বর্ণের ৰিগ্ৰহ উপাসনার্থে উপস্থিত হইলেন কেহ ২ ফারসি দেশ থেকিয়া আসিয়াছিলেন সে দেশেতে লোকে সূৰ্য্য চন্দ্রের পূজা করিত অনেকেই আরৰি দেশহইতে আগত ছিলেন সেখানে বালুকামাত্র ময় মহাপ্রান্তরের মধ্যস্থিত দ্বীপৰৎ কয়েক অত্যন্ন ভূমিস্থলেতে নগর গ্রামাদি স্থাপিত আছে সেই ২ লরস ঘাস ৰিশিষ্ট স্থলে যে বায়ু ৰহে সে অতি সুগন্ধি বৃক্ষ নির্যাল ও বাল গাছের ফুলাদিধারা সুবালিত আছে। কে২২