বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮৯ গীত।] দায়ুদের গীত । > 、@。 ৩৫ করিব না। অামি আপন পবিত্রতা লইয়ণ এক শপথ করিলাম, তদ্বিষয়ে দায়দের নিকটে মিথ্যাবাদী হইব ৩৬ ন । তাহার ব শ সদাকাল থাকিবে, ও তাহার সি--- ৩৭ হাসন আমার সাক্ষাতে সূর্য্যের ন্যায় থাকিবে ; এব^ চন্দ্রের ও আকাশস্থ বিশ্বসনীয় সাকির ন্যায় চিরস্থায়ী হইবে ।’ সেলা । ৩৮ তুমি আপনার অভিষিক্ত ব্যক্তিকে অবজ্ঞা করিয়া দূর ৩৯ করিলা ও ক্রোধান্বিত হইলা । তুমি নিজ দাসের নিয়ম ব্যর্থ করিয়া ভূমিপতিত তাহার মুকুট অশুচি করিল। ৪০ এব^ তাহার তাবৎ বেড়া ভগ্ন করলা ও দুর্গ সকল ৪১ ভূমিসাৎ করিলা। পথিকগণ তাহার দ্রব্য লুট করে, ৪২ এব^ সে প্রতিবাসিদের নিন্দাল্পদ হয়। তুমি তাহার বৈরিগণের দক্ষিণ হস্ত উচ্চ করিলা, ও তাহার তাবৎ ৪৩ শত্রুকে আনন্দিত করিলা। এবং তাহার খড়গের ধার ভোতা করিয়া সংগ্রামে তাহাকে অস্থির করিলা । ৪৪ এবণ তাহাকে ভেজোহীন করিয়া তাহার সি হাসন ৪৫ ভূমিতে নিক্ষেপ করিল। এবং তাহার যৌবনাৰস্থার অল্পতা করিলা, ও লজ্জাতে তাহাকে আচ্ছন্ন করিলা । সেলা । ৪৬ হে পরমেশ্বর, কত কাল লুক্কারিত থাকিব ? তোমার কোপশমি কি চিরকাল প্রজ্বলিত থাকিবে ? ৪৭ অামি কেমন ক্ষণিক, তাহা স্মরণ কর ; তুমি মনুষ্য৪৮ সন্তান সকলকে কেন নিরর্থক সৃষ্ট করিলা ? মৃত্যুঞ্জস্ত না হইয় যে জীবৎ থাকিবে, ও পরলোকের হস্ত হইতে আপন প্রাণ মুক্ত করিতে পরিবে, এমত মনুষ্য কে ? ৪৯ সেল | হে প্রভো, তুমি যাহার বিষয়ে দায়ুদের প্রতি নিজ বিশ্বস্তু তাতে শপথ করিয়াছ, পূৰ্ব্ব প্রকাশিত তো৪০ মার সেই নানাবিধ অনুগ্রহ কোথায় ? হে প্রভো, M 8 125