পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ○ দায়দের গীত । [৯০ গীত । নিজ দাসগণের নিন্দ স্মরণ কর ; আমি বলবান লোকসমূহের কৃত যে নিন্দ নিজ বক্ষঃস্থলে বহন করি, তাহা স্মরণ কর ; কেননা, হে পরমেশ্বর, তোমার শত্ৰুগণ নিন্দ করিতেছে, তোমার অভিষিক্ত ব্যক্তির পদচিহ্নের নিন্দ করিতেছে। পরমেশ্বর চিরকাল প্রশ৭সিত হউন। আমেন ২ । ১০ গীত । ১ মনুষ্যের অসারতা, ১ ২ ও ঈশ্বরের কাছে মঙ্গলের নিমিত্তে প্রার্থনা ৷ ঈশ্বরের লোক মূসার প্রার্থনা। হে প্রভো, তুমি পুরুষানুক্রমে আমাদের বাসস্থান । পৰ্ব্বতগণ উৎপন্ন হওনের এবং পৃথিবী ও জগৎ সৃষ্ট হওনের পূৰ্ব্বাবধি তুমি অনাদি অনন্ত ঈশ্বর। তুমি মৰ্ত্তকে রূপান্তর করির চূর্ণ কর, এবং কহিয়া থাক, হে মনুষ্যসন্তানের, ফিরিয়া যাও। তোমার দৃষ্টিতে এক সহসু বৎসর গত কল্যের তুল্য ও রাত্রির এক প্রহরের ন্যায়। তুমি তাহাদিগকে বেগে ভাসাইয়া লইয়: যাইতেছ, তাহার স্বপ্লবৎ ও প্রাতঃকালের প্রফুল্ল তৃণের ন্যায় হয়। প্রাতঃকালে তৃণ পূপিত ও প্রফুল্ল হয় বটে, কিন্তু সায়সকালে ছিন্ন হইয়। শুষ্ক হয়। তোমার ক্রোধে আমরা ক্ষয় পাই, ও তোমার কোপে উদ্বিগ্ন হই । তুমি আমাদের তাবৎ অপরাধ আপনার সাক্ষাতে, ও আমাদের গুপ্ত পাপ আপন মুখের দীপ্তিতে রণথিতে ছ। তোমার ক্রোধে আমাদের তাবৎ দিন বহিয়া যায়, ও গল্পের ন্যায় আমাদের বৎসরের যাপন হয়। আমাদের আয়ুর পরিমাণ সত্তর বৎসর ; বল প্রযুক্ত যদ্যপি আশী বৎসর হয়, তথাপি তাহার 126 (R > & R

  • о