পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○S 。 দায়দের গীত। [৯৯ গীত। ৯১ গীত । আশ্চর্য্য কর্মকারি ও প্রার্থন শ্রবণকার ঈশ্বরের প্রশংসা । পরমেশ্বর রাজত্ব করেন, তাহাতে লোকের কল্পিত হয় ; এব০ তিনি কিরূবগণের মধ্যে অধিষ্ঠান করেন, তাহাতে পৃথিবী টলটলায়মান হয়। পরমেশ্বর সিয়োনে মহান ও তাবৎ লোকদের উপরে সমুন্নত। তাহারণ তোমার মহৎ ও ভয়ার্হ নামের প্রশ৭সা করিবে, কারণ তুমি পবিত্র। তাহারা সুবিচারে প্রেমকারি রাজার পরাক্রমের প্রশ৭সা করিবে ; তুমি সকল ন্যায় স্থির করিয়াছ, এবণ যাকুব ব^শের মধ্যে সুবিচার ও ধৰ্ম্ম স্থাপন করিয়াছ। অামাদের প্রভু পরমেশ্বরের প্রতিষ্ঠা কর, ও তাহার পাদপীঠে প্রণাম কর ; তিনি পবিত্র। তাহার যাজকদের মধ্যে যে মূসা ও হারোণ, এবণ তাহার নামে প্রার্থনাকারিদের মধ্যে যে শিমুয়েল, ইহার পরমেশ্বরের কাছে প্রার্থনা করিত, এবণ তিনি তাহাদিগকে উত্তর দিতেন। তিনি মেঘস্তম্ভে থাকিয়? তাহাদের সহিত কথা কহিতেন ; এব০ তাহার। তাহার দত্ত সপ্রমাণ বাক্য ও বিধি পালন করিত। হে আমাদের প্রভো পরমেশ্বর, তুমি তাহাদিগকে উত্তর দিতা, এবণ তাহাদের প্রতি ক্ষমাবান ঈশ্বর ছিল ; তথাপি তাহদের অপকৰ্ম্মের নিমিত্তে তাহাদিগকে শান্তি দিত। তোমরা আমাদের প্রভু পরমেশ্বরের প্রতিষ্ঠা কর, এব^ তাহার পবিত্র পৰ্ব্বতে প্রণাম কর, কেননা আমাদের প্রভ পরমেশ্বর পবিত্র।