বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০৬ গীত।] দায়ুদের গীত। * 8 o' প্রতিমার মূল্যরূপে আপনাদের গৌরবকে ত্যাগ ২১ করিল ; এবং মিসরদেশে মহৎ কৰ্ম্মকারি ও হাম ২২ দেশে আশ্চৰ্য্য কৰ্ম্মকারি ও সুফ সাগরে ভয়ানক কৰ্ম্মকারি আপনাদের ত্ৰাণকৰ্ত্ত ঈশ্বরকে বিস্মৃত ২৩ হইল। তাহাতে তিনি কহিলেন, আমি উহাদিগকে স^হার করিব ; কিন্তু তাহার মনোনীত মূসা তাহার সাক্ষাতে ভয় বেড়ার দ্বারে দাড়াইয় তাহার কোপ সম্বরণ করাইয়া তাহাদের বিনাশ নিবারণ করিল। ২৪ পরে তাহারা রম্য দেশ তুচ্ছ করিয়া তাহার কথাতে ২৫ বিশ্বাস করিল না। এবং আপন ২ তাম্বর মধ্যে বচস। করিয়া পরমেশ্বরের বাক্যে মনোযোগ করিল না। ২৬ অতএব তিনি আপনার হস্ত তুলিয় তাহাদের প্রতিকূলে এই শপথ করিলেন, আমি উহাদিগকে প্রান্তরে ২৭ নিপাত করিব, ও উহণদের সন্তানদিগকে অন্যজাতীয়দের মধ্যে নিপাত করিব, ও দেশবিদেশে ছিন্ন ভিন্ন ২৮ করিব। পরে তাহারা বালপিয়োরের মতাবলম্বী হইয়া ২৯ মৃত লোকের শ্রাদ্ধে ভোজন করিল। এই রূপ কদাচরণেতে র্তাহাকে বিরক্ত করিল, এই জন্যে তাহাদের ৩° মধ্যে মহামারী উপস্থিত হইল। কিন্তু পানিহস দণ্ডায়মান হইয়া উচিত বিচার করিলে সেই মহামারী নিবৃত্ত ৩১ হইল। তন্নিমিত্তে ঐ কৰ্ম্ম পুরুষানুক্রমে সদাকাল ৩২ পৰ্য্যন্ত তাহার পূণ্যরূপে গণিত হইল। তাহারা মিরীবার জলে র্তাহার ক্রোধ প্রজ্বলিত করিলে তাহাদের ৩৩ দ্বারা মূসার মন্দ হইল । কেননা তাহারা তাহার আত্মাকে বিরক্ত করিলে সে অাপন ওষ্ঠ"ধরে অনুচিত কথা কহিল । ৩৪ ষে জাতিদের বিষয়ে পরমেশ্বর তাহাদিগকে আজ্ঞা দিয়াছিলেন, তাহাদিগকে তাহারা বিনষ্ট করিল না ; N 3 149