পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> @芝、 দায়ুদের গীত । [১০৭ গীত । হইলে কেহ তাহণদের উপকারী হয় না। এমত বিপ- ১৩ দের সময়ে তাহারণ পরমেশ্বরের কাছে কাকূক্তি করিলে তিনি তাহাদিগকে কষ্টহইতে ত্ৰাণ করেন ; এবণ তা- ১৪ হাদের বন্ধন ছেদন করিয়া তাহাদিগকে অন্ধকার ও মৃতু্যচ্ছায়াহইতে নিস্তার করেন। অতএব তাহার ১৫ পরমেশ্বরের অনুগ্রহ ও মনুষ্যসন্তানদের প্রতি র্তাহার আশ্চৰ্য্য কৰ্ম্ম প্রযুক্ত র্তাহার প্রশ৭সা করুক। তিনি ১৬ পিত্তলের কবাট ভগ্ন করেন, ও লৌহময় হুড়ক ছেদন করেন। অজ্ঞান লোকের অাপন ২ পাপকৰ্ম্ম ও দোষের ১৭ নিমিত্তে ক্লেশ পায়। কোন খাদ্য সামগ্রীতে তাহদের ১৮ রুচি হয় না ; তাহার। মৃতু্যদ্বারের নিকটে উপস্থিত হয়। এমত বিপদের সময়ে তাহারা পরমেশ্বরের কাছে ১৯ কাকূক্তি করিলে তিনি তাহাদিকে কষ্টহইতে ত্ৰাণ করেন। এব°N আপনার বাক্য প্রেরণ করিয়া তাহণ- ২০ দিগকে সুস্থ করিয়া বিনাশহইতে নিস্তার করেন। অতএব তাহারা পরমেশ্বরের অনুগ্রহ ও মনুষ্যসন্তা- ২১ নদের প্রতি তাহার আশ্চৰ্য্য কৰ্ম্ম প্রযুক্ত র্তাহার প্রশ৭সা করুক ; এব০ প্রশ৭সার্থক বলি উৎসর্গ করিয়া ২২ আনন্দধ্বনিতে র্তাহার কৰ্ম্মের বর্ণনা করুক। যে লোকের সমুদ্রের মধ্যে জাহাজে গমনাগমন ২৩ করে, ও জলসমূহের মধ্যে ব্যবসায় করে, তাহারী ২৪ গভীর জলে পরমেশ্বরের কৰ্ম্ম ও আশ্চৰ্য্য ক্রিয় , দেখিতে পায়। তিনি আজ্ঞা দিলে প্রচণ্ড বায়ু উপস্থিত ২৫ হইয়ণ তরঙ্গ উঠায়। তাহাতে তাহার কথন আকাশে ২৬ উঠে ও কথন গভীর জলে নামে ; এই বিপদে তাহাদের প্রাণ গলিত হয়। তাহারা মত্ত মনুষ্যের ন্যায় ২৭ হেলিয়া দুলিয়া ঢলিয় পড়ে ও হতবুদ্ধি হয়। এমত ২৮ 152