পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○○ দায়দের গীত । [১১৯ গীত । রাজনীতি শিথিলে অামি সরল মনে তোমার প্রশ৭সা করিব । তোমার বিধি পালন করিব ; আমাকে কথা- ৮ নও পরিত্যাগ করিও না । ১ বৈও । যুব মানুষ কি প্রকারে আপন পথ পরিষ্কার করিবে? ১ তোমার বাক্যানুসারে সতর্ক হইয়া করিবে। আমি ১০ সৰ্ব্বান্তঃকরণের সহিত তোমার অন্বেষণ করিতেছি, তোমার আজ্ঞা লঞ্জন করিতে আমাকে দিও না। অামি ১১ যেন তোমার বিরুদ্ধে পাপ না করি, এই জন্যে তোমার বাক্য মনের মধ্যে সঞ্চয় করি। হে পরমেশ্বর, ১২ তুমি ধন্য, অামাকে তোমার বিধি শিক্ষা দেও। অামি ১৩ আপন ওষ্ঠাধরে তোমার মুখের আজ্ঞ সকল বর্ণনা করি। আমি সমূহ ধন অপেক্ষ তোমার প্রমাণবাক্যের ১৪ পথে হৃষ্ট হই। ও তোমার আজ্ঞা ধ্যান করিয়া ১৫ তোমার পথকে মান্য করি। এব° তোমার বিধিতে ১৬ হৃষ্টচিত্ত হইয়া তোমার কথা বিস্মৃত হই না। ১ গিমল । তুমি নিজ দাসের মঙ্গল কর, তাহাতে আমি সজীব ১৭ হইয়া তোমার বাক্য পালন করিব। আমার চক্ষু ১৮ উন্মীলিত কর, তাহাতে আমি তোমার শাস্ত্রে আশ্চৰ্য্য দর্শন পাইব । আমি পৃথিবীতে বিদেশী, আমাহইতে ১৯ তোমার আজ্ঞা লুক্কারিত করিও না । তোমার বিচা- ২৭ রাজ্ঞার প্রতি সৰ্ব্বদা অামার যে আকাঙ্কু। তাহাতে আমার প্রাণ ক্ষীণ হয়। যে শাপগ্ৰস্ত অহঙ্কারি লো- ২১ কেরা তোমার আজ্ঞা লঞ্জন করে, তাহাদিগকে তুমি ভৎসনা করিয়া থাক। আমাহইতে নিন্দ ও তুচ্ছত ২২ দূর কর, কেননা আমি তোমার প্রমাণবাক্য পালন করি। দেশাধ্যক্ষের বসিয়া আমার বিপক্ষে কথাবার্তা ২৩ 160