পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* * * দাদের গীত । [১১৯ গীত । তাবৎ সিদ্ধির শেষ দেখিয়াছি ; তোমার আজ্ঞা অতি বিস্তারিত। 2 মেম। অামি তোমার শাস্ত্র কেমন ভাল বাসি ! সমস্ত দিন ৯৭ তাহা ধ্যান করি। তুমি আপন আজ্ঞাদ্বারা শত্রগণ ১৮ অপেক্ষাও অামাকে জ্ঞানবান করিতেছ ; সেই আজ্ঞা সৰ্ব্বদা আমার (নিকটে ) থাকে। আমি তোমার ৯৯ প্রমাণবাক্য ধ্যান করি, এই কারণ অামার তাবৎ গুরু অপেক্ষ জ্ঞানবান হই । এ বণ তোমার আজ্ঞা ১০০ পালন করি, এই কারণ প্রাচীন লোকহইতেও বুদ্ধিমান হই। আমি তোমার বাক্য পালনার্থে তাবৎ ১০১ মন্দ পথহইতে আপন চরণকে নিবৃত্ত করি। তুমি ১০২ অামাকে শিক্ষা দিয়াছ, এই কারণ আণমি তোমার রাজনীতিহইতে ফিরি না । তোমার কথা আমার ১০৩ জিহ্বাতে কেমন মিষ্ট লাগে ! তাহ আমার মুখে মধুহইতেও সুস্বাদু। তোমার আদেশদ্বারা অামি জ্ঞান ১৭৪ পাই, এই জন্যে তাবৎ মিথ্যা পথ ঘণা করি। তোমার বাক্য অামার চরণের প্রদীপ ও পথের ১০৫ আলোম্বরূপ । আমি তোমার ধৰ্ম্মময় রাজনীতি ১০৬ পালন করিতে শপথ করিয়াছি ও তাহ সিদ্ধ করিব । অামি অত্যন্ত দুঃখার্জ ; হে পরমেশ্বর, আপনি বাক্যা- ১০৭ নুসারে অামাকে জীবন দান কর । হে পরমেশ্বর, তো- ১০৮ মার নিকটে নিবেদিত আমার মুথের প্রশ৭সা গ্রাহ্য করিয়া আগমণকে আপনার রাজনীতি শিক্ষণ দেও। অামি ১০৯ নিরন্তর প্রাণ হাতে করিয়া অাছি, তথাপি তোমার শাস্ত্র বিস্মৃত হই না। দুষ্টগণ আমার নিমিত্তে ফাদ ১১৪ পাতিলেও আমি তোমার আজ্ঞাহইতে বিপথগামী 172