পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> R দায়ুদের গীত। [১১,১২ গীত । ১১ গীত ।

  • भर्ज्वद्भिः। দাযুদের তাড়না, ৪ ও পরমেশ্বরেতে তাহার আশ্রয়

লওন । প্রধান বাদ্যকরকে দাতব্য দায়ুদের গীত। অামি পরমেশ্বরের শরণাগত, অতএব ‘ পল্লির ন্যায় তোমাদের পর্বতে উড়িয়া যাও, এ কথা তোমরা অামার মনকে কেন কহ ? দেখ, সরলান্তঃকরণ লোককে অন্ধকারে বধ করিবার জন্যে দুষ্টগণ অাপন ২ ধনুকে চাড়া দিয়া গুণেতে বাণ যোগ করিয়াছে। মূলবস্তু সকল উৎপাটিত হইলে ধাৰ্ম্মিক লোক কি করিতে পারে ? পরমেশ্বর আপন পবিত্র মন্দিরে থাকেন, পরমেশ্বরের সিংহাসন স্বৰ্গে আছে, এবণ র্তাহার চক্ষু নিরীক্ষণ করে, ও তাহার চক্ষুর পাতা মনুষ্যসন্তানদিগের পরীক্ষা করে। পরমেশ্বর ধাৰ্ম্মিকগণের পরীক্ষা করেন, কিন্তু দুস্ট ও দৌরাত্ম্যপ্রিয়কে মনেতে ঘৃণা করেন। তিনি দুষ্ট লোকদের প্রতি পাশ ও অগ্নি ও গন্ধক বর্ষণ করিবেন, ও উগ্র বায়ু তাহীদের পানপত্রস্থ পেয় দ্রব্য হইবে। পরমেশ্বর ধৰ্ম্মশীল, তিনি ধৰ্ম্মকৰ্ম্ম ভাল বাসেন, র্তাহার চক্ষু সরল লোককেই নিরীক্ষণ করে। ১২ গীত । ১ দাযুদের নিন্দিত হওন, ৩ ও পরমেশ্বরেতে তাহার অগ্ৰিয় লওন প্রধান বাদ্যকরকে দাতব্য অষ্টম স্বরযুক্ত দায়ূদের এক ধর্মগীত। হে পরমেশ্বর, উপকার কর ; কেননা সাধু লোকের লোপ হইতেছে, ও মনুষ্যসন্তানদের মধ্যে বিশ্বসনীয় লোকের হ্ৰাস হইতেছে। প্রতি জন অণপন প্রতিবাসির 12