পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 * 8 দায়ুদের গীত । [১১৯ গীত । ব্যবহার কর, ও তোমার বিধি আগমণকে শিখাও। আমি তোমার দাস, আমাকে বুদ্ধি দেও, তাহতে ১২৫ তোমার প্রমাণবাক্য বুঝিব। হে পরমেশ্বর, তোমার ১ ২ ৩ কৰ্ম্ম করণের সময় উপস্থিত, কেননা লোকের তোমার ব্যবস্থা লঞ্জন করতেছে। কিন্তু আমি স্বর্ণ ও ১২৭ নিৰ্ম্মল সুবর্ণ অপেক্ষাও তোমার আজ্ঞ সকল ভাল বাসি । এবণ তাবৎ বিষয়ে তোমার সকল আদেশ ১২৮ যথার্থ জ্ঞান করি, ও সকল মিথ্যাপথ ঘৃণা করি। 9 ফে। তোমার প্রমাণবাক্য আশচর্য্য, এই জন্যে অামার ১২৯ মন তাহ পালন করে । তোমার বাক্যের উদয় দীপ্তি ১৩০ প্রদান করে ও অবোধের বোধ জন্মায়। আমি তো- ১৩১ মার আজ্ঞার আকাঙ্ক করাতে মুখ ব্যাদান করিয়া খুঁকিতেছি। তোমার নামে প্রেমকারিগণের প্রতি ১৩২ তোমার যেমন ব্যবহার, অামার প্রতিও তদ্রুপ দৃষ্টিপাত করিয়া দয়া কর । তোমার বাক্যানুসারে অণ- ১৩৩ মার পাদবিক্ষেপ স্থির কর, ও কোন পাপকে আমার উপরে কর্তৃত্ব করিতে দিও না। মনুষ্যের ১৩৪ উপদ্রবহইতে আমাকে উদ্ধার কর, তাহাতে আমি তোমার আদেশ পালন করিব । নিজ দাসের প্রতি ১৩৫ প্রসন্নবদন হইয়। অামাকে অাপন বিধি শিক্ষণ দেও। লোকেরা তোমার ব্যবস্থা পালন করে না, এই ১৩৬ নিমিত্তে আমার চক্ষুহইতে জলসু্যেত বহিতেছে। ১৫ সাদে । হে পরমেশ্বর, তুমি যথার্থ ও তোমার বিচারণজ্ঞ ১৩৭ প্রকৃত । তুমি আপন প্রমাণবাক্যের দ্বারা যথার্থতা ১৩৮ ও অতি বিশ্বসনীয়তা স্থির করিয়াছ। অামার শত্ৰু- ১৩৯ গণ তোমার বাক্য বিস্মৃত হয়, এই জন্যে আমার 174