পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৫ গীত ] দায়ুদের গীত। > デ? ৭ স্থানে যাহা ইচ্ছা তাছাই করেন। তিনি পৃথিবীর সীমাহইতে বাক্ষপ উঠান, ও বৃষ্টিজনক বিদ্যুৎ উৎপন্ন করেন, ও আপন ভাণ্ডারহইতে বায়ু নির্গত করেন। ৮ তিনি মিসরদেশে প্রথমজাত মনুষ্য ও পশুগণকে অা৯ ঘাত করিয়াছিলেন | হে মিসরদেশ, তিনি তোমার মধ্যে ফিরেীণ ও তাহার দাসগণের প্রতি চিহ্ন ও ১০ আশ্চৰ্য্য কৰ্ম্ম প্রকাশ করিয়াছিলেন। এবণ বৃহৎ জাতিকে আঘাত করিয়াছিলেন ; ও বলবান রাজ১১ গণকে, অর্থাৎ সীহোন নামে ইমোরীয়দের রাজাকে, এবণ বাশনের ওগ রাজাকে, ও কিনানের সমস্ত ১২ রাজ্যকে বিনাশ করিয়াছিলেন ; এব°N আপন প্রজা ইসুয়েল বণশকে তাহদের ভূমির অধিকার দিয়া১৩ ছেন। হে পরমেশ্বর, তোমার নাম নিত্যস্থায়ী ; হে পরমেশ্বর, তোমার স্মরণ তাবৎ পুরুষানুক্রমে থাকে। ১৪ পরমেশ্বর নিজ প্রজাদের বিচার করিবেন, ও অাপন দাসগণের প্রতি অাদচিত্ত হইবেন। ১৫ অন্যজাতীয়দের বিগ্রহ সকল রৌপ্যময় ও সূবর্ণময় ১৬ ও মানুষের হস্তকৃত। তাহদের মুখ থাকিতেও তাহারা কথা কহিতে পারে না, ও চক্ষু থাকিতেও দেখিতে ১৭ পায় না। এব০ কর্ণ থাকিতেও শুনিতে পায় না, ও ১৮ তাহদের মুখে শ্বাস নাই। যেমন তাহারা, তাছাদের নিৰ্ম্মাণকারি ও তাহাদের শরণাগত সকলেও তদ্রুপ । ১৯ হে ই সুয়েল ব^শ, পরমেশ্বরের ধন্যবাদ কর ; হে ২০ হারোণের ব°Nশ, পরমেশ্বরের ধন্যবাদ কর । হে লেবির ব°Nশ, পরমেশ্বরের ধন্যবাদ কর ; হে পরমে২১ শ্বরের ভয় কারিগণ, পরমেশ্বরের ধন্যবাদ কর । সিয়েশনহইতে যিরশালম নিবাসি পরমেশ্বরের ধন্যবাদ হউক। পরমেশ্বরের ধন্যবাদ কর । 187