পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*、○ ア হিতোপদেশ। [২ অধ্যায়। মেশ্বর বিষয়ক ভয় বুঝিতে পাইবা ও ঈশ্বর বিষয়ক জ্ঞান প্রাপ্ত হইবা । কেননা পরমেশ্বরই প্রজ্ঞা দেন, ও তাহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। তিনি ৭ যাথার্থিকদের নিমিত্তে কুশল রাখেন, তিনিই সরলাচারিদের ঢালস্বরূপ । তিনি সৃবিচারের পথ রক্ষণ করেন, ৮ ও অাপন পবিত্র লোকদের পথ পালন করেন । অত- ৯ এব তুমি ধৰ্ম্ম ও সুবিচার ও যথার্থতা ও সমস্ত মঙ্গলের পথ জানিতে পাইবা । যদি প্রজ্ঞা তোমার হৃদয়ে প্রবেশ করে, ও জ্ঞান ১০ তোমার প্রাণের তুষ্টি জন্মায়, তবে পরিণামদৰ্শিতা ১১ তোমাকে পালন করিবে ও বুদ্ধি তোমাকে রক্ষা করিবে । সে তোমাকে কুপথহইতে, অর্থাৎ যে লো- ১২ কেরা বিপরীত কথা কহে ও প্রকৃত পথ ত্যাগ করে ১৩ ও ঘোর অন্ধকারে গমন করে, ও কুক্রিয়াতে সন্তুষ্ট ১৪ ও অযথার্থ ক্রিয়াতে হৃষ্ট হয়, ও কুটিলাচরণ করে ও ১৫ বক্ৰপথগামী হয়, তাহাদের হইতে উদ্ধার করিবে । এব°N পরদারহইতে অর্থাৎ যে বীরাঙ্গনা মনোহর ১৬ কথা বলে ; ও যৌবনকালের মিত্রকে ত্যাগ করিয়া ১৭ আপন ঈশ্বরের নিয়ম বিস্মৃত হয়, তাহাহইতে তোমাকে উদ্ধার করিবে। কেননা তাহার বাট মৃত্যুতে ১৮ গমন করায়, ও তাহার পথ পরলোকে লইয়া যায় ; ১৯ ও তাহার কাছে গমন করিলে কেহ ফিরে না ও জীবনের পথ অণর পায় না । এই নিমিত্তে তুমি সল্লোকের মাগে গমন কর ও ২০ ধাৰ্ম্মিক লোকদের পথাবলম্বন কর। কেননা সরল ২১ লোকেরা দেশে বাস করিবে, ও সাধু লোকেরাই তাহাতে স্থির থাকিবে । কিন্তু দুজনেরা দেশহইতে উচ্ছিন্ন ২২ হইবে, ও থলের তাহণহইতে উৎপাটিত হইবে। 208