বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১ অধ্যায় ।] হিতোপদেশ। Y R & ১৬ সে নিরাপদে থাকে। মনোহরণ স্ত্রী সন্তম লাভ করে, ১৭ আর বিক্ৰমি লোক ধন লাভ করে। দয়ালু লোক আপন প্রাণের মঙ্গল করে ; কিন্তু নিদয় আপন শরী১৮ ব্লকে ক্লেশ দেয়। অধৰ্ম্মি লোক মিথ্যা শ্রম করে ; কিন্তু ১৯ ধৰ্ম্মবীজবাপকের সত্য ফল হয়। ধৰ্ম্ম দ্বারা যেমন জীবনলাভ, তদ্রুপ দুষ্টতার উদ্যোগদ্বারা মৃত্যুলাভ হয়। ২০ কুটিলমনা পরমেশ্বরের ঘৃণার পাত্র ; কিন্তু সরল পথ২১ গামিরা তাহার সন্তোষজনক। পাপি লোক পুরুষানুক্রমে দণ্ড এড়াইবে না ; কিন্তু ধাৰ্ম্মিকদের বণশ রক্ষা ২২ পাইবে। যেমন শূকরের নাসিকাতে সুবর্ণের নর্থ, তদ্রুপ ২৩ সুবিচারহীন সুন্দরী স্ত্রী। ধাৰ্ম্মিকের কেবল উত্তমের আাকাডু করে, কিন্তু দুষ্টের ক্রোধের অপেক্ষা করে। ২৪ কেহ ২ বিতরণ করিয়াও বৃদ্ধি পায় ; আর কেহ ২ উচিত ব্যয় অস্বীকার করিয়াও কেবল দরিদ্রতা পায়। ২৫ দানশীল প্রাণী পরিতৃপ্ত হয়, এব^ জলসেচনকারী ২৬ আপনি জলেতে সিক্ত হয় । যে জন শস্য আটক করিয়া রাখে, লোকেরা তাহাকে শাপ দেয় ; কিন্তু যে জন শস্য বিক্রয় করে, তাহার মস্তকে আশীৰ্ব্বাদ ২৭ বৰ্ত্তে। যে জন হিত কৰ্ম্মের চেষ্টা করে, সে অনুগ্রহ পায় ; কিন্তু যে জন অনিষ্ট চেষ্টা করে, তাহার প্রতি ২৮ অনিষ্ট ঘটিবে। যে জন অপেন ধনে নির্ভর করে, সে পতিত হয় ; কিন্তু ধাৰ্ম্মিক জন পল্লবের ন্যায় প্রফুল্ল হয় । ২৯ যে জন পরিজনকে কষ্ট দেয়, সে বায়ুরূপ অধিকার ৩০ পায় ; এবণ অজ্ঞান বুদ্ধিমানের দাস্য করে। অমৃত বৃক্ষের ফলই ধাৰ্ম্মিকের ফল ; এব^ যে জন পরের ৩১ আগষ্মাকে সৎপথে লওয়ায়, সেই জ্ঞানবান। দেখ, পৃথিবীতে ধাৰ্ম্মিকগণও প্রতিফল পায়, তবে দুষ্ট ও পাপিগণ কি পাইবে না ? 125