পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

» R 8 হিতোপদেশ । [১১ অধ্যায় । ওষ্ঠাধর প্রতিভাবের সশসগাঁ, কিন্তু দুষ্টদের মুখ বত্রভাবের মিত্র । ১ ১ অধ্যায় । অযথার্থ নিক্তি পরমেশ্বরের ঘৃণিত ; কিন্তু যথার্থ ঢকেতে র্তাহার সন্তোষ আগছে। অহঙ্কার অণইলে অবজ্ঞাও আইসে ; কিন্তু নমুশীল লোকদের সহিত প্রজ্ঞা আইসে। সরল লোকদের সাধুতা তাহাদিগকে সুপথে লইয়া যায়, কিন্তু ধূৰ্ত্তদের থলত তাহাদিগকে নষ্ট করে। ক্রোধের দিনে ধন নিম্ফল হয় ; কিন্তু ধৰ্ম্ম মৃত্যুহইতে রক্ষা করে। সাধু লোকের ধৰ্ম্ম তাহার পথ সমান করে ; কিন্তু দুষ্টতা দুষ্টকে নিপাত করে। সরল লোকদের ধৰ্ম্ম তাহাদিগকে উদ্ধার করে ; কিন্তু কুটিল লোক আপনাদের লোভে ধরা পড়ে। দুষ্ট লোক মরিলে তাহার অাশা নষ্ট হয় ; এব০ বলবানদের প্রত্যাশা বিনাশ পায়। ধাৰ্ম্মিক দুঃখহইতে উদ্ধার পায় ; পরে দুষ্ট তাহার স্থানে উপস্থিত হয়। কপটি লোক মুখের দোষে আপন বন্ধকে নষ্ট করে, কিন্তু ধাৰ্ম্মিকগণ জ্ঞান G. 1 z দ্বারণ উদ্ধার পায়। ধাৰ্ম্মিকদের মঙ্গল হইলে নগরে ১০ আনন্দ হয় ; কিন্তু দুষ্টদের বিনাশ হইলে জয়ধ্বনি হয়। সরলদিগের আশীৰ্ব্বাদে নগরের উন্নতি হয় ; কিন্তু ১১ দুষ্টদের বাক্যেতে তাহার উৎপাটন হয়। নিৰ্ব্বোধ ১২ আপন বন্ধুকেও তুচ্ছ করে , কিন্তু বুদ্ধিমান নীরব হইয়া থাকে। কর্ণেজপ ভুমণ করিয়া গুপ্ত কথা ব্যক্ত করে ; ১৩ কিন্তু বিশ্বস্ত লোক কথা গোপন করে । মন্ত্রণার ১৪ অভাবে লোক পতিত হয় ; কিন্তু মন্ত্রিবাহুল্যেতে রক্ষা পায়। যে জন অজ্ঞাত লোকের প্রতিভূ হয়, সে ১৫ ক্লেশ পায় ; কিন্তু যে জন প্রতিভূর কৰ্ম্মে ঘৃণা করে, 124