পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ গীত।] দায়দের গীত । * ...) ১০ তলে অন্ধকার পাতিয়া নামিলেন । এ বণ কিরূব অারোহণ করিয়া উড়ডীয়মান হইলেন, এবং বায়ুর ১১ পক্ষদ্বারা উড়িয়া আইলেন। এবং কৃষ্ণবর্ণ জল ও নিবিড় মেঘকে চতুর্দিকস্থ আবাসস্বরূপ করিয়া অন্ধকার১২ ময় তাম্বুতে বসতি করলেন। তাহাতে র্তাহার অগ্রবর্তি তেজহইতে মেঘ ও শিল ও জ্বলন্ত অঙ্গার বহির্গত ১৩ হইল। এবণ পরমেশ্বর আকাশে গৰ্জ্জন করিলেন, এবণ সৰ্ব্বোপরিস্থ যিনি, তিনি শিল ও জ্বলন্ত অঙ্গার১৪ বৃষ্টির সহিত নিনাদ করিলেন। এব^ আপনার বাণ নিক্ষেপ করিয়া শত্রুদিগকে ছিন্নভিন্ন করলেন, ও বহু১৫ বজুদ্বারা তাহাদিগকে উদ্বিগ্ন করিলেন। হে পরমেশ্বর, তোমার হুঙ্কারেতে ও নাসিকার প্রশ্বাসবায়ুতে জলাশয়ের থাত সকল প্রকাশ পাইল, ও পৃথিবীর মূল দৃষ্ট হইল। ১৬ তৎকালে তিনি উর্দ্ধহইতে হস্ত বিস্তার করিয়া জলসমূহহইতে আমাকে তুলিয়া উদ্ধার করিলেন। এবs বলবান শতু ও আমা অপেক্ষাও শক্তিমান ঘৃণাকারি১৮ গণহইতে অামাকে নিস্তার করিলেন । তাহারা বিপদসময়ে আমাকে ঘেরিল, কিন্তু পরমেশ্বর অামার অব১৯ লম্বন যষ্টিস্বরূপ হইলেন। এবও তিনি আমার প্রতি তুষ্ট হওয়াতে আমাকে উদ্ধার করিয় এক প্রশস্ত স্থানে ২০ আনিলেন। পরমেশ্বর আমার ধৰ্ম্মানুসারে পুরস্কার করিলেন, ও আমার হস্তের পবিত্রতানুসারে ফল দি২১ লেন। কেননা অামি পরমেশ্বরের পথের পথিক হইয়া ২২ অাপন ঈশ্বরের বিরুদ্ধে পাপ করি নাই। র্তাহার সকল দণ্ডাজ্ঞ। আমার গোচরে ছিল, আমি তাহার ২৩ বিধি আপনাহইতে দূর করি নাই। আমি তাহার দষ্টিতে সাধু ছিলাম, ও আমার পাপহইতে আপ 19