পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& O দায়ুদের গীত । [১৮ গীত । নাকে রক্ষা করিতাম। অতএব পরমেশ্বর আমার ২৪ ধৰ্ম্মানুসারে ও আপন সাক্ষাতে আমার হস্তের পবিত্রতানুসারে আমাকে ফল দিলেন। তুমি অনুগ্রাহকের ২৫ প্রতি অনুগ্রহ, ও সজ্জনের প্রতি সৌজন্য করিয়া থাক ; এবণ পৰিত্রের সহিত পবিত্রাচরণ, ও বিরুদ্ধাচারির ২৬ সহিত বিরুদ্ধাচরণ করিয়া থাক ; এব^ দুঃগ্রিদিগকে ২৭ রক্ষা করিয়া থাক, কিন্তু উচ্চদৃষ্টিকে নীচ করিয়া থাক। তুমি আমার প্রদীপ প্রজ্বলিত করিয়া থাক ; আমার ২৮ প্রভূ পরমেশ্বর আমার অন্ধকারকে আলোকময় করেন। তোমার সাহায্যেতে অামি সৈন্যমধ্য দিয়া দৌড়িতে ২৯ পারি, এবণ অামার ঈশ্বরের দ্বারা প্রাচীর উল্ল৭ঘন করিতে পারি। সেই ঈশ্বরের পথ নিদোষ, ও পরমে- ৩০ শ্বরের বাক্য সুপরীক্ষিত, তিনি নিজ শরণাগত সকলের ঢালস্বরূপ। পরমেশ্বর ব্যতিরেকে অার ঈশ্বর কে ৩১ আছে ? ও আমাদের ঈশ্বর ব্যতিরেকে পৰ্ব্বতস্বরূপ কে আছে ? ঈশ্বর বলেতে আমার কটিবন্ধন করিলেন, ও ৩২ আমার পথ সরল করিলেন। তিনি হরিণীর চরণ সদৃশ ৩৩ আমার চরণ করিলেন, ও উচ্চস্থানে আমাকে স্থাপিত করিলেন। এব^ আমার হস্তকে যুদ্ধ করিতে এমত ৩৪ শিক্ষণ দিলেন, যে আমার বাহুদ্বারা তামুময় ধনুক ভগ্ন হইল। তুমি অামাকে পরিত্রাণরূপ ঢাল দিলা, ও তো- ৩৫ মার দক্ষিণ হস্ত অামাকে ধারণ করিল, ও তোমার নমুতাদ্বারা আমি উন্নত হইলাম। তুমি আমার নীচে ৩৬ পাদবিক্ষেপের স্থান প্রশস্ত করিলা, এ কারণ আমার চরণ বিচলিত হইল না। আমি শত্রুর পশ্চাৎ ধাবমান ৩৭ হইয় তাহাদিগকে ধরিলাম, ও সকলকে সPAহার না করিয়া ফিরিলাম না। আমি তাহাদিগকে চূর্ণ করিলে ৩৮ তাহারা উচিতে পারিল না, আমার পদতলে পড়িয়া 20