পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 8 ○ হিতোপদেশ । [ ১৩ অধ্যায়। কুদৃষ্টি লোকের খাদ্য ভোজন করিও না, ও তাহার ৬ উত্তম ভক্ষ্যে লালসা করি ও না । কেননা সে যেমন ৭ মনে ২ ভাবে তন্দ্রপ আছে ; তুমি ভোজন পান কর, এ কথা সে তোমাকে বলে বটে, কিন্তু তোমাতে তাহার মন নাই। তুমি যে গ্রাস ভোজন করিয়াছ, তাহ বমন ৮ করিবণ, এবণ অাপন মিষ্ট কথার অপচয় করিব। অজ্ঞানের কর্ণে কথা কহিও না, কেননা সে তোমার ৯ কুশলের বাক্য তুচ্ছ করবে। ভূমির পুরাতন পরিমা- ১০ ণচিহ্ন দূর করিও না, এব^ পিতৃহীনের ক্ষেত্রের সীমা লঞ্জন করিও না। কেননা তাহদের মুক্তিদাতা বলবান , ১১ তিনি তোমার সহিত তাহণদের বিবাদ নিষ্কপত্তি করিবেন। তুমি উপদেশে মনকে ও জ্ঞানের কথাতে কর্ণকে যোগ ১২ কর। বালককে শাসন করিতে জুটি করিও না ; দণ্ডদ্বারা ১৩ তাহাকে প্রহার করিলেও সে মরিবে না। তুমি দণ্ডদ্বারা ১৪ তাহণকে প্রহার কর, তাহাতে পরলোকহইতে তাহার iাণ রক্ষণ করিবণ । হে অামার পুত্ৰ, তোমার মন জ্ঞানী হইলে আমারও ১৫ মন আনন্দিত হইবে । তোমার ওষ্ঠ যথার্থবাদী হইলে ১৬ অামার অন্তঃকরণ অাহলাদিত হইবে । তোমার মন ১৭ পাপিদের প্রতি মাৎসৰ্য্য না করুক, কিন্তু তুমি সমস্ত দিন পরমেশ্বরের ভয়েতে থাক। কেননা অবশ্য পরকাল ১৮ অাছে, তোমার অাশা ব্যর্থ হইবে না। হে আমার ১৯ পুত্র, স্তন, জ্ঞানী হও, তোমার মনকে সৎপথে লইয়া যাও। দ্রাহ্মণরসে মন্ত ও মাংসাশি লোকদের ২০ সঙ্গ করিও না। কেননা মন্ত ও পেটুক দরিদ্রতা পায়, ২১ এবণ নিদ্ৰালুতা মনুষ্যকে জীর্ণ বস্ত্র পরিধান করায়। তোমার জন্মদাতা পিতার কথা শুন, এব° তোমার ২২ বৃদ্ধ মাতাকে তুচ্ছ জ্ঞান করিও না। সত্যত ক্রয় কর, ২৩ 216