পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪ অধ্যায়।] হিতোপদেশ । $ 8 o' বিক্রয় করিও না ; এব^ প্রজ্ঞা ও উপদেশ ও সুবিবে ২৪ চনা ক্রয় কর । ধাৰ্ম্মিকের পিতা হৃষ্ট হয়, ও বিদ্বানের ২৫ জন্মদাতা তানন্দ পায়। তোমার পিতা মাতা অণহলা ২৬ দিত হউক, ও তোমার গৰ্ত্তধারিণী আনন্দ করুক। হে २१ অামার পুত্ৰ, তোমার মন আমাকে দেও, ও তোমার চক্ষু অামার পথ প্রিয় জ্ঞান করুক। বেশ্য গভীর ২৮ থাতস্বরুপ ও বারাঙ্গনা অপ্রশস্ত কৃপস্বরূপ। সে দসূত্র ন্যায় লুক্কারিত থাকে, ও মনুষ্যদের মধ্যে প্রবঞ্চক ২৯ লোকদের দলের বৃদ্ধি করে। কাহার অাৰ্ত্তনাদ ঐ ও N○ の ○"> ৩২ o, 2 N○○ কাহার হাহাকার ? ও কাহার বিবাদ ? ও কাহার ভাবনা ? ও কাহার অকারণ আঘাত ? ও কাহার রক্তবর্ণ চক্ষু হয় ? যাহারণ দ্রাহ্মারসের নিকটে বহুকাল থাকে, ও যাহারা সূরা অন্বেষণ করিতে যায়, তাহাদের । যখন দ্রাক্ষারস রক্তবর্ণ ও পাত্ৰেতে তেজস্কর হয় ও সহজে গলাধঃকরণ হয়, তখন তাহার প্রতি দৃষ্টি করিও না। কেননা শেষে তাহ লপের ন্যায় কামড্রাইবে ও বিষধরের ন্যায় দ°Nশন করিবে । তোমার চক্ষু বারাঙ্গনাকে দেখিবে, ও তোমার মন অসঙ্গত কথা কহিবে ; এবণ তুমি সমুদের মধ্যে শয়নকারির ন্যায়, কিম্বা জাহাজের মাস্তুলের উপরে শয়নকারির ন্যায় হইবা । (এব^ কহিবা,) তাহারণ আমাকে মারিয়াছে, কিন্তু অামি পীড়া পাই নাই ; তাহার) তামাকে প্রহার করিয়াছে, কিন্তু তাহা অামার বোধ হয় নাই । আমি কথন জাগ্রখ হইব ? অার বার তাহার অন্বেষণ করিব। ২ 8 অধ্যায় । তুমি দুবৃন্ত লোকদের উপরে মাৎসৰ্য্য করিও না, এব^ তাহাদের সঙ্গে থাকিতে ইচ্ছা করিও না। কেননা 2 17