পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮ অধ্যায় ।] হিতোপদেশ । * @ 3 ১১ যে জন সেই স্ত্রীকে লুকাইতে পারে, সে বায়ুকে এব^ আপন দক্ষিণ হস্তস্থিত স্বপ্রকাশকারি তৈলকেও লুকা১৭ ইতে পারে। যেমন লৌহ লৌহকে সতেজ করে, তদ্রুপ ১৮ মনুষ্য আপন মিত্রের মুখকে সতেজ করে। যে জন ভূস্বরবৃক্ষ রক্ষণ করে, সে তাহার ফল ভোজন করে ; ও যে কেহ আপন প্রভুর সেবা করে, সে যশ পায়। ১৯ জলমধ্যে যেমন মুখের সদৃশ মুখ, তেমনি মনোমধ্যে ২০ মনুষ্যের সদৃশ মনুষ্য দেথা যায়। যেমন পরলোকের ও কবরের তৃপ্তি নাই, তদ্রুপ মানুষের চক্ষু তৃপ্ত হয় ২১ না। যেমন মূষী রূপাকে ও হাফর সুবর্ণকে তদ্রুপ মনুষ্য ২২ প্রশ৭সাকে পরীক্ষা করে । যদ্যপি টেকিতে গড়ের মধ্যে ধান্যের ন্যায় অজ্ঞানকে কুটে, তথাপি তাহার মুর্থতা ঘুচিবে না। *. ২৩ তুমি আপন মেষপালের তত্ত্ব জ্ঞাত হও, ও পশু২৪ পালের প্রতি মনোযোগ কর। কেননা ( অন্য ) ধন চিরস্থায়ি নয়, ও রাজমুকুট পুরুষানুক্রমে থাকে না। ২৫ কিন্তু ঘাস ছিন্ন হইলে নবীন তৃণ প্রকাশ পাইবে, এবণ পৰ্ব্বতগণের ওষধি স^গ্রহ করা যাইতে পা২৬ রিবে । অণর মেযবৎস তোমাকে বস্ত্র দিবে, ও ছাগের ২৭ পাল ক্ষেত্রের মূল্যস্বরূপ হইবে। এবণ ছাগী তোমার ও তোমার পরিবারের ও যুবতিদের খাদ্যের নিমিত্তে যথেষ্ট দুগ্ধ দিবে। ২৮ অধ্যায়। ধর্মাধর্ম বিষয়ে নানা উপদেশ কথা । কেহ তাড়ন না করিলেও দুষ্ট লোক পলায়ন করে ; ২ কিন্তু ধাৰ্ম্মিকের। সি হের ন্যায় নিৰ্ভয়ে থাকে। প্রজা গণের দোষে নিত্য নূতন রাজা হয় ; কিন্তু বুদ্ধিমান G Y 2 255