বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৩ অধ্যায় ।] হিতোপদেশ । * 6 ) ২১ যে দাস বাল্যকালাবধি কৰ্তাদ্বারা কোমলত্রুপে প্রতিপালিত হয়, সে শেষে তাহার পুত্ৰ হইয়া উঠে। ২২ রাগি লোক বিরোধ জন্মায়, ও ক্ৰোধি লোক বিস্তর ২ত পাপ করে। মনুষ্যের অহঙ্কার তাহাকে অধঃপতন ২৪ করে কিন্তু নমুমন লোক গৌরব পায়। চোরের অপশি লোক অাপন প্রাণকে ঘৃণা করে ; সে দিব্য করাওনের কথা শুনে, কিন্তু তাহ প্রকাশ করে না। মনুষ্যবিষয়ক ২৫ ভয় মানুষকে ফাদে ফেলে ; কিন্তু পরমেশ্বরের শরণাগত ২৬ লোক সুরক্ষিত হয়। অনেকে শাসনকৰ্ত্তার অনুগ্রহ প্রার্থনা করে ; কিন্তু মানুষের বিচার পরমেশ্বরহইতে ২৭ হয়। পাতকী ধাৰ্ম্মিকের ঘূণাল্পদ, ও সরলাচারি লোক দুষ্টদের ঘৃণাঙ্গদ হয়। ৩০ অধ্যায় । ১ আগুরের ধর্মকথা, ৭ ও তাহার প্রার্থনা, ১০ ও নানা উপদেশকথা । ১ যাকির পুত্র আগুরের কথা। সেই ব্যক্তি ঈথীয়েলকে বরণ ঈর্থীয়েল ও উকলকে এই ধৰ্ম্মোপদেশবাক্য ২ কহিয়াছিল। আমি অন্য মনুষ্যহইতেও i, অামার ৩ মনুষ্যবৎ বৃদ্ধি নাই। আমি বিদ্যাভাস করি নাই, ও ৪ ধৰ্ম্মজ্ঞান বুঝি না। কে স্বৰ্গারোহণ করিয়া তাহাহইতে নামিয়াছে ? এবং কে মুষ্টিতে বায়ু গ্রহণ করিয়াছে ? ও কে বস্ত্ৰে সমূহ জল বাধিয়াছে ! ও কে পৃথিবীর তাবৎ সীমা নিরূপণ করিয়াছে ? তাহার নাম কি ? ও ৫ তাহার পুত্রের নাম কি ? যদি জান, তবে বল। ঈশ্বরের প্রত্যেক বাক্যই নিৰ্ম্মল, যাহারণ র্তাহাতে বিশ্বাস করে, শু তিনি তাহাদের ঢালস্বরূপ। তাহার কথাতে আর কিছু যোগ করিও না, করিলে তিনি তোমাকে অনুযোগ করি বেন ও তুমি মিথ্যাবাদী হইবা । 259