পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 එං দায়ুদের গীত। [৩৩ গীত । দেওয়া যায়, নতুবা তোমার নিকটে থাকে না। দুষ্ট ১০ লোকের অনেক ক্লেশ ঘটিৰে, কিন্তু যে জন পরমেশ্বরেতে নির্ভর করে, সে দয়াতে ৰেষ্টিত হইবে। হে ধাস্মিকগণ, তোমরা পরমেশ্বরেতে আনন্দ কর ও উল্লাসিত হও ; হে সরলান্তঃকরণ লোক সকল, তোমরা জয়ধ্বনি কর । ৩৩ গীত । ১ অনুগ্রহের ও পরাক্রমের, ১২ ও রক্ষার নিমিত্তে পরমেশ্বরের প্রশ৭সা । হে ধাৰ্ম্মিকগণ, পরমেশ্বরের উদ্দেশে জয়ধ্বনি কর, তাহার প্রশ৭সা করা সরল লোকদের উপযুক্ত তোমরা বীণায়ন্ত্রে পরমেশ্বরের প্রশ^সা গান কর, ও নেবল নামক দশতন্ত্রীতে র্তাহার গুণের গান কর । র্তাহার নামে নুতন গীত গাও, ও উচ্চৈঃশব্দে মনোহর বাদ্য কর। • ? কেননা পরমেশ্বরের বাক্য যথার্থ ও র্তাহার তাবৎ কৰ্ম্ম ৪ সত্য । ধৰ্ম্ম ও ন্যায়বিচার তাহার প্রিয় ; পৃথিবী পরমেশ্বরের দয়াতে পরিপূর্ণ। পরমেশ্বরের বাক্যদ্বারা গগনমণ্ডল, ও তাহার মুথের শ্বাসে আকাশের নক্ষত্রসমূহ নিৰ্ম্মিত হইল। তিনি সমুদ্রের তাবৎ জলকে রাশির ন্যায় সঞ্চয় করেন, ও গভীর জলকে ভাণ্ডারে রাখেন। অতএব পথিবীস্থ সকলে পরমেশ্বরকে ভয় করুক, ও তাবৎ জগন্নিবাসি লোক র্তাহাহইতে ভীত হউক । র্তাহার কথামাত্ৰেতে সৃষ্টি হইল, ও র্তাহার আজ্ঞামাত্ৰেতে স্থিতি হইল। পরমেশ্বর অন্যজাতীয়দের মন্ত্রণ নিম্ফল করেন ; ও লোকদের সকল কল্পনা বৃথা করেন। পরমেশ্বরের মন্ত্রণ সদাস্থায়ী, ও তাহার মনের কল্পনা পুরুষানুক্রমে স্থির থাকে। পরমেশ্বর যে লোকদের প্রভু হন, ও যে জাতীয়দি 40 > o o So > R