পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ গীত।] দায়ুদের গীত। o ২৪ রূপে প্রতিফলদাতা । হে পরমেশ্বরের আকাe"ক্ষি লোক সকল, উৎসাহ কর, তিনি তোমাদের অন্তঃকরণ সবল করিবেন । ৩২ গীত । ১ পাপ মার্জন নিমিত্তক সুখের নির্ণয়, ৩ ও মার্জনার নিমিত্তে খেদের ও পাপস্বীকারের প্রয়োজন, ৮ ও তাহার ফল । দায়ুদের উপদেশগীত । যাহার অপরাধ লুপ্ত ও পাপ আচ্ছাদিত হইয়াছে, ২ সে ধন্য। পরমেশ্বর যে মনুষ্যের দোষ গণনা না করেন, ও যাহার অায়াতে কোন প্রবঞ্চনা নাই, সে ধন্য । ৩ অামি ( পাপ ) অস্বীকার করিলে সমস্ত দিন রোদ৪ নেতে আমার অস্থি সকল ক্ষয় পাইল । কারণ দিবারাত্র আমার উপরে তোমার হস্ত ভারী হইল, গ্রীষ্মকালীয় তাপেতে আমার সরসতা শুস্থ হইল। সেলা । ৫ অামি নিজ পাপ অণর গোপন করিলাম না, ও অাপন অপরাধ আর অস্বীকার না করিয়া কহিলাম,“আমি পরমেশ্বরের কাছে নিজ দোষ স্বীকার করিব, তাহাতে তুমি আমার পাপ ও অপরাধ ক্ষমা করিল। ও সেল। এই নিমিত্তে প্রত্যেক পুণ্যবান লোক তোমার সাক্ষাৎ পাইবার সময়ে তোমার কাছে প্রার্থনা করিবে, এবণ অতিশয় জলপ্লাবন হইলে তাহার নিকটে ৭ তাহ আসিবে না। তুমি আমার গুপ্তস্থান, আমাকে দুৰ্গতিহইতে উদ্ধার করিব, ও রক্ষাগীতদ্বারা আমাকে বেষ্টন করিব । সেলা । ৮ অামি তোমাকে জ্ঞান দিব, ও গন্তব্য পথ দেখাইয়ণ ১ দিব, ও চক্ষুর ইঙ্গিতে তোমাকে পরামর্শ দিব । তোমরা অশ্ব ও অশ্বতরের ন্যায় নিৰ্ব্বোধ হইও না, তাহণদের দমনার্থক ভূষণরূপে বলগা ও লৌহ কবীয় তাহাদিগকে р, 2 39