বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪০ গীত।] দায়ুদের গীত । & S) দেখিয়া অনেকে ভীত হইয়া পরমেশ্বরেতে প্রত্যাশা ৪ করবে। অহঙ্কারি ও মিথ্যা পথে ভুমণকারি লোকদের প্রতি না ফিরিয়া যে জন পরমেশ্বরকে আশ্রয় ৫ করে, সেই ধন্য। হে আমার প্রভো পরমেশ্বর, তুমি আমাদের জন্যে অনেক আশ্চৰ্য্য ক্রিয় ও সঙ্কল্প করিয়াছ ; তোমার নিকটে তাহা গণনা করা যায় না, প্রত্যেকের নাম কহিতে ও প্রকাশ করিতে গেলে অস°\থ্যেয় হয়। শু তুমি বলিদান ও নৈবেদ্য ন চাহিয়া আমার কর্ণ ছিদ্রিত করিয়াছ ; এব^ তুমি হোম ও পাপার্থক ৭ বলিদান প্রয়াস কর না ; অতএব আমি কহিলাম, দেখ, আমি আসিতেছি ; ধৰ্ম্ম গ্রন্থে আমার বিষয় ৮ লিথিত আছে। হে ঈশ্বর, তোমার বাসন পূর্ণ করিতে অামার সন্তোষ আছে ; তোমার শাস্ত্র অামার অন্তঃ৯ করণের মধ্যে থাকে। আমি মহামণ্ডলীতে ধৰ্ম্ম প্রকাশ করি ; হে পরমেশ্বর, দেখ, আমি আপন ওষ্ঠাধর ১০ বদ্ধ করি না, ইহা তুমি জ্ঞাত আছ। আমি মনের মধ্যে তোমার ধৰ্ম্ম গোপন করিয়া রাখি না, তোমার যথাথতা ও তোমার কৃত পরিত্রাণ সৰ্ব্বত্র প্রকাশ করিয়া থাকি ; তোমার দয়া ও সত্যত মহামণ্ডলীতেও গুপ্ত ১১ রাথি না । হে পরমেশ্বর, অামার প্রতি তোমার কৃপাকে বদ্ধ করিও না, তোমার দয়ণ ও সত্যতাদ্বারা সৰ্ব্বদা আ১২ মার রক্ষা হউক। অসম্পর্থ্যেয় বিপদ অামাকে ঘেরে, ও অামার তাবৎ অপরাধ আমাকে ধরে, আমি উৰ্দ্ধদৃষ্টি করিতে পারি না ; আমার মস্তকের কেশ অপেক্ষাও তাহা অধিক ; অতএব অামার মনশ্চেতনা আণমাকে ত্যাগ করিতেছে। ১৩ হে পরমেশ্বর, অনুগ্রহ করিয়া আমাকে উদ্ধার কর ; E 3 53