পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৩,৪৪ গীত ] দায়ুদের গীত । С а ৪৩ গীত । পরমেশ্বরের মন্দিরের প্রতি ফিরিবার সময়ে আনন্দ পূৰ্ব্বক ঈশ্বরের আরাধনা করিতে দাযুদের মনত । ১ হে ঈশ্বর, অামার বিচার কর, ও আধাৰ্ম্মিক জাতির সহিত আমার বিবাদ নিষ্কপত্তি কর, এব০ প্রবঞ্চক ও ২ অধাৰ্ম্মিক মনুষ্যহইতে আমাকে উদ্ধার কর । তুমিই আমার দুর্গস্বরূপ ঈশ্বর ; কেন অামাকে অগ্রাহ করিতেছ? এব^ আমি কেন শকুনিন্দাপ্রযুক্ত শোকান্বিত ৩ হুইয়া ভুমণ করিতেছি ? হে প্রভো, তোমার দীপ্তি ও সত্যতাকে প্রেরণ কর ; তাহ আমার পথদর্শক হইয়। তোমার পবিত্ৰ পৰ্ব্বতে ও বাসস্থানে আমাকে লইয়া ৪ যাইবে । তাহাতে আমি ঈশ্বরের বেদির নিকটে ও আপন পরমানন্দজনক ঈশ্বরের নিকটে উপস্থিত হইব, এব- হে ঈশ্বর, হে আমার ঈশ্বর, বীণাযন্ত্ৰেতে তো৫ মার গুণানুবাদ করিব | হে অামার মন, কেন শোকার্ত হও ? অামার অন্তরে কেন ব্যাকুল হও ? ঈশ্বরের অপেক্ষ কর ; তিনি অণমার মুখের প্রসন্নতাজনক ও অামার ঈশ্বর, অামি এখনও তাহার গুণানুবাদ করিব। s৪ গীত । ১ মণ্ডলীর বিলাপ, ২০ ও প্রার্থনা। প্রধান বাদ্য করকে দাতব্য কোরহীয় বংশের উপদেশগীত । ১ হে ঈশ্বর, পূৰ্ব্বকালে আমাদের পূৰ্ব্বপুরুষদের বর্তমান সময়ে তুমি যে ২ কাৰ্য্য করিয়াছিল, তাহ আমরা স্বকৰ্ণে শুনিয়াছি ; তাহারণ অামাদের নিমিত্তে ২ বর্ণনা করিয়াছে। তুমিই অাপন হন্তে অন্যজাতীয় 57