পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ Sり দায়ুদের গীত । [৪২ গীত । বলে, তোমার ঈশ্বর কোথায়? এই কথা প্রযুক্ত আমি দিবারাত্র অশ্রুজল পান করিতেছি। তাহা মনে করিলে অামার হৃদয় গলিত হয়, কেননা অামি লোকারণ্যের অগ্ৰে চলিয়া পৰ্ব্বপালনকারি জনতার সহিত জয় ও প্রশ৭সাধ্বনি করিতে ২ ঈশ্বরের মন্দিরে গমন করিতাম। হে আমার মন, তুমি কেন শোকার্ত হও ? ও অামার অন্তরে কেন ব্যাকুল হও? ঈশ্বরের অপেক্ষা কর । তাহার শ্ৰীমুখ অামার পরিত্রাণজনক, অামি এখনও তাহার গুণানুবাদ করিব । হে আমার ঈশ্বর, অামার প্রাণ অামার অন্তরে শোকাকুল হইতেছে ; অতএব আমি যদন ও হর্মোণ দেশে ও মিৎসিয়র পর্বতে তোমাকে স্মরণ করিতেছি। তোমার ঝোরাসমূহের শব্দদ্বারা এক গভীর জল অন্য গভীর জলকে আহ্বান করিতেছে, ও তোমার তরঙ্গ ও প্রবল ঢেউ সকল আমার উপর দিয়া যাই - তেছে। তথাপি পরমেশ্বরের অাজ্ঞাতে দিবসে র্তাহার দয়া ও রাত্রিতে র্তাহার প্রশ°Nসাগীত এব^ জীবনদাতা ঈশ্বরের কাছে প্রার্থনা অামার সহচর হইবে। আমি আপন পৰ্ব্বতস্বরূপ ঈশ্বরের কাছে এই কথা বলিব, তুমি কেন অামাকে বিস্মৃত হইতেছ? আমি কেন শকুনিন্দাপ্রযুক্ত শোকান্বিত হইয়া ভুমণ করিতেছি ? অার ‘ তোমার ঈশ্বর কোথায় ?” এই আপমানের কথাদ্ধারণ আমার বৈরিগণ সমস্ত দিন অস্থিভঙ্গের ন্যায় অামাকে বেদন দিতেছে। হে আমার মন, তুমি কেন শোকান্ত হও ও আমার অন্তরে কেন ব্যাকুল হও ? ঈশ্বরের অপেক্ষ কর ; তিনি আমার মুথের প্রসন্নতাজনক ও আমার ঈশ্বর, আমি এখনও তাহার গুণানুবাদ করিব। 56 o o

  • >