পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫• গীত।] দায়দের গীত। ○ @。 ১৪ তাহাদের বাক্যই ভাল বাসে। সেলা । তাহারা মেষের ন্যায় পরলোকে চালিত হইবে, ও মৃত্যু তাহাদিগকে চরাইবে ; সরলাত্মা লোকেরা প্রভাতেই তাহাদের উপরে কর্তৃত্ব করিবে, পরলোকরূপ বাসস্থানে তাহা১৫ দের সৌন্দৰ্য্য নষ্ট হইবে । কিন্তু ঈশ্বর পরলোকের হস্তহইতে আমার প্রাণকে মুক্ত করিয়া আমাকে গ্রহণ ১ও করিবেন । সেলা । কোন লোক ধনবান হইয়া ৰণ১৭ টীর ঐশ্বৰ্য্য বৃদ্ধি করিলে তুমি উদ্বিগ্ন হইও না। কেননা সে মরণকালে কিছু সঙ্গে লইয়া যাইবে না, ও তাহার ১৮ ঐশ্বৰ্য্য তাহার অনুগমন করিবে না । সে জীবদ্দশাতে আপন প্রাণের শ্লাঘা করিত, ও আপনার মঙ্গল করাতে ১১ লোকের তাহাকে প্রশংসা করিত ; কিন্তু সে পিতৃলোকদের বাসস্থানে গিয়া দীপ্তির দর্শন কখন পাইবে না। ২০ যে সম্ভান্ত মনুষ্য অজ্ঞান, সে পশুর তুল্য হইয়া নষ্ট হয় । ৫ ০ গীত । ১ পরমেশ্বরের বিচার করণ, ৭ ও যজ্ঞকৰ্মাদি অপেক্ষ ভক্তির আবশ্যকতা, ১৬ ও পাপি লোকের প্রতি অনুযোগ । আসফের ধর্মগীত । ১ প্রভুদের প্রভু পরমেশ্বর বক্ত হইয়া সূর্য্যের উদয়াচল অবধি আস্তাচল পৰ্য্যন্ত তাবৎ জগজ্জনকে আহ্বান ২ করিবেন । সৰ্ব্বতোভাবে মনোরম্য যে সিয়েশন পৰ্ব্বত, ৩ তাহাহইতে ঈশ্বর দীপ্তি প্রকাশ করিবেন। আমাদের ঈশ্বর আগমন করিয়া নীরব হইয়া থাকিবেন না ; সৰ্ব্বগ্রাসক আমি তাহার অগ্রবত্তী হইবে, ও প্রবল ঝড় ৪ তাহাকে বেষ্টন করিবে । তিনি আপন লোকদের বিচার করুণার্থে উপরিস্থ স্বৰ্গকে ও পৃথিবীকে আহ্বান ৫ করিয়া কহিবেন, ‘ যাহারা বলিদানদ্বারা অামার G 3 65