পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R দায়দের গীত । [৩ গীত । ইহাতে স্বর্গনিবাসী হাস্য করবেন, ও প্রভ তাহাদিগকে উপহাস করবেন । তখন তিনি ক্রোধে তাহাদিগকে ব্যাকুল করিবেন, ও কোপে এই কথা কহিবেন, অামি আপন কৃত রাজাকে আপনার পবিত্র সিয়োন ও পৰ্ব্বতে অভিষিক্ত করিলাম ? অণমি নিয়ম প্রকাশ করিব ; পরমেশ্বর আমাকে ৭ কহিয়াছেন, “ তুমি আমার পুত্ৰ, অদ্য আমি তোমাকে জন্ম দিলাম। অামার নিকটে ঘাড়া কর, তাহাতে ৮ অামি তোমার অধিকারের নিমিত্তে ভিন্নজাতীয়দিগকে ও তোমার রাজ্যের নিমিত্তে ভূমণ্ডলের প্রান্তস্থিত সকলকে তোমাকে দিব । তুমি তাহাদিগকে লৌহদণ্ডদ্বারা ৯ আঘাত করিব, ও কুম্ভকারের পাত্রের ন্যায় চূর্ণ করিব ? হে নৃপতিবর্গ, তোমরা এখন জ্ঞান পূৰ্ব্বক আচরণ ১ কর । হে পৃথিবীর শাসকগণ, তোমরা উপদেশ গ্রহণ কর । সভয় হইয়া পরমেশ্বরের সেবা কর, ও সকল্প ১১ হইয়ণ জয়ধ্বনি কর । পুএকে চুম্বন কর ; পাছে তিনি ১২ ক্ৰন্ধ হন ও তোমরা পথে বিনস্ট হও, কেনন কণমাত্রে তাহার ক্রোধানল প্রজ্বলিত হইবে । যে সকল লোক তাহাতে বিশ্বাস করে, তাহারাই ধন্য। ৩ গীত । ঈশ্বরের আশ্রয়েতে যে রক্ষা হয় তাহার বর্ণন । অবশালম নামক পুত্রের নিকটহইতে পলায়ন কালে দাযুদের ধর্মগীত । হে পরমেশ্বর, অামার কত বৈরী হইয়াছে! অনেকে ১ আমার বিপক্ষ হইয়াছে ৷ ‘ ঈশ্বরহইতে উহার নিস্তার ২ o o