পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৮ গীত ] দায়ুদের গীত । * @ ৩ নিকটে প্রার্থনা করিব । তিনি স্বর্ণহইতে প্রেরণ করিয়া অামার গ্রাসকারির নিন্দাহইতে আমাকে উদ্ধার কারবেন। সেলা । ঈশ্বর অণপন দয়া ও সত্যত প্রেরণ ৪ করবেন । সি°Nহগণের মধ্যে অামার প্রাণ অাছে, ও অগ্নিশিখণস্বরূপ মনুষ্যসন্তানদের মধ্যে আমি বাস করিতেছি ; তাহাদের দন্ত বড়শণ ও তীরের তুল্য, এবং তা৫ হাদের জিহ্বা তীক্ষ্ম খড়গম্বরূপ। হে ঈশ্বর, স্বর্গে তোমণর উন্নতি, ও তাবৎ ভূমণ্ডলে তোমার মহিমা প্রকাশু শিত হউক । তাহারা অামার চরণ বদ্ধ করিতে জাল পাতিয়াছিল, তাহাতে আমার প্রাণ সঙ্কুচিত ছিল ; কিন্তু অামার সমুথে যে থাত খনন করিয়াছিল, তাহণর মধ্যে আপনারাই পতিত হইল । সেল । ৭ হে ঈশ্বর, অামার মন সুস্থির অাছে, আমার মন ৮ সুস্থির অাছে, আমি গান ও প্রশ৭সা করিব। হে অামার মন, জাগ্রত হও ; হে নেবল যন্ত্র ও বীণে, জাগ্রাৎ ৯ হও ; আমি অরুণের পূৰ্ব্বে জাগ্রৎ হইব । হে প্রভো, অামি লোকদের মধ্যে তোমার প্রশ৭সা করিব, ও দেশী১০ য়দের মধ্যে তোমার নাম গান করিব । কেননা তোমণর দয়া আকাশ পর্য্যন্ত উচচ, ও তোমার সত্যত মেঘ ১১ পর্য্যন্ত ব্যাপ্ত আছে। হে ঈশ্বর, স্বগে তোমার উন্নতি, ও তাবৎ ভূমণ্ডলে তোমার মহিমা প্রকাশিত হউক। ৫ ৮ গীত । ১ অন্যায় বিচারকর্তাদের দোষ, ৬ ও বিনাশ । প্রধান বাদ্যকরকে দাতব্য অলতস্হেৎ নামক স্বরযুক্ত দায়ুদের গুপ্তধনস্বরূপ গীত । ১ হে সভাসদগণ, তোমরা কি যথার্থ কথা কহিতে নীরব থাক ? হে মনুষ্যসন্তান বর্গ, তোমরা কি প্রকৃত বিচার H 2 75