পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮ গীত । ] দায়ুদের গীত । レア" ৬৮ গীত | ১ দাযুদের প্রার্থনা, ৪ ও অনুগ্রহের, ১৫ ও মণ্ডলী রক্ষার, ১৯ ও আশ্চর্য্য কর্মের নিমিত্তে পরমেশ্বরের প্রশংসা, ২৮ ও দায়দের বিনয় । প্রধান বাদ্য করকে দাতব্য দায়ুদের কৃত গানা হ্যক গীত। ১ ঈশ্বর উঠিলে তাহার শত্ৰুগণ ছিন্নভিন্ন হইবে, ও ঘূণাকারিবর্গ তাহার সমূহেইতে পলায়ন করবে। ২ যেমন ধূম চালিত হয়, তদ্রুপ তুমি তাহাদিগকে চালিত করিব। ; এব^ যেমন মোম আমির সম্মুখে দ্রবীভূত হয়, তদ্রুপ পাপিগণ ঈশ্বরের সম্মুখে বিনষ্ট হইবে। ৩ কিন্তু ধাৰ্ম্মিক লোকের আনন্দ করিয়৷ ঈশ্বরের সা ক্ষাতে আহলাদিত ও অানন্দেতে হৃষ্টচিন্ত হইবে। ৪ তোমরা ঈশ্বরের স্তব ও র্তাহার নামের গুণ গান কর ; এব০ যিনি অরণ্য দিয়া বাহনে অগসিতেছেন, র্তাহার জন্যে পথ প্রস্তুত কর ; ও তাহার যিহোবাঃ ৫ নাম লইয় তাহার সাক্ষাতে উল্লাস কর । কেননা ঈশ্বর পিতৃহীনদের পিতা ও বিধবাদের বিচারকর্তা ও হইয়া অাপন পবিত্র বাসস্থানে থাকেন। ঈশ্বর পরিবারশূন্য লোককে পরিবার দেন, ও বন্দিগণকে মুক্ত করিয়া কুশলে রাখেন ; কিন্তু অবাধ্য লোকের শুষ্ক ভূমিতে বাস করে। হে ঈশ্বর, তুমি নিজ প্রজাদিগের অগ্ৰে ২ গমন করিয়া প্রান্তরমধ্যে যাত্রা করিয়াছিল। ৮ সেলা। তখন ঈশ্বরের সাক্ষাতে পৃথিবী কল্পবান ও আকাশ জলবিন্দুময় হইল, এবণ ঈশ্বরের অর্থাৎ ইসুয়েলের ঈশ্বরের সাক্ষাতে সীনয় পৰ্ব্বত কঁপিল। ৯ হে ঈশ্বর, তুমি বরধারা বর্ষণ করিলা, তোমার অধি 1 2 87