পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

レレ দায়ুদের গীত। [৬৮ গীত । কারস্বরূপ লোকেরা ক্লান্ত হইলে তুমি তাহাদিগকে সৃস্থির করিল। তোমার মণ্ডলী নিবাসস্থান প্রাপ্ত ১০ হইল ; হে ঈশ্বর, তুমি নিজ দাতৃত্ব গুণে দুঃথিদের নিমিত্তে সুখ প্রস্তুত করিলা। প্রভু মঙ্গলবাৰ্ত্ত দিলে ১১ মহাজনত তাহ প্রচার করিল। সৈন্যাধ্যক্ষ ভূপতিগণ ১২ বেগে পলায়ন করিল, এব^ গৃহিণী সকল লুটদ্রব্য বিভাগ করিয়া লইল । তোমরা যখন মে ষবাথানের ১৩ মধ্যে শয়ন কর, তখন রৌপ্যমণ্ডিত পক্ষ ও সুবর্ণমণ্ডিত পালকবিশিষ্ট কপোতের ন্যায় শোভা পাও। সৰ্ব্বশ- ১৪ ক্তিমান রাজাদিগকে দেশে ছিন্নভিন্ন করিলে কৃষ্ণবর্ণ পৰ্ব্বতও হিমের ন্যায় শুক্লবৰ্ণ হয়। বাশন পৰ্ব্বত ঈশ্বরের যোগ্য পৰ্ব্বত, ও বাশন ১৫ পৰ্ব্বত বহুশৃঙ্গ পৰ্ব্বত। হে বহুশৃঙ্গ পৰ্ব্বতগণ, ঈশ্বর ১৬ আপন বসতির নিমিত্তে যে পৰ্ব্বতকে মনোনীত করিয়াছেন, তাহার প্রতি তোমরা কেন কুটিল দৃষ্টি করিতেছ ? পরমেশ্বর অবশ্য সৰ্ব্বদ তথায় বাস করিবেন। ঈশ্বরের রথ সহ ২ ও লক্ষ ২, এবং প্রভূ তাহদের ১৭ মধ্যে থাকেন ; তাহার ধৰ্ম্মধাম সীনয়ের তুল্য। তুমি ১৮ উৰ্দ্ধে আরোহণ করিলা, ও জয়িগণকে বন্দি করিলা, এব° মনুষ্যদের মধ্যে, বিশেষতঃ অবাধ্যগণের মধ্যেও দান গ্রহণ করিলা ; তাহাতে, হে প্রভো পরমেশ্বর, তুমি ( তাহণদের মধ্যে ) বাস করিতেছ। প্রভুর ধন্যবাদ হউক ; তিনি দিনে ২ আমাদের ১৯ মঙ্গলবদ্ধক ; ও তিনি আমাদের ত্রাণকর্তা ঈশ্বর। সেল। তিনিই আমাদের পরিত্রাণসাধক ঈশ্বর ; ২০ মৃত্যুও সেই প্ৰভু পরমেশ্বরের অধীন আছে। ঈশ্বর ২১ আাপন শুক্ৰুগণের মস্তক ও কুপথগামিদের সকো কপাল চূণ করবেন। প্রভু কহেন, আমি বাশন পৰ্ব্ব- ২২ 88