পাতা:দিল্লীশ্বরী.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

D • € নূরজহান -*. ভারতেশ্বরের হৃদয়-রাজ্যের অধীশ্বরী হইতে পারেন। যিনি হৃদয়রাজ্যের অধিকারিণী, বাহিরেন্থ রাজ্য করতলগত করিতে র্তাহার কতক্ষণ ? আশা-বিমুগ্ধ মিছর তাই একদিন র্যাহার উপর রুষ্ট হইয়াছিলেন, আর একদিন তাহার উপর তুষ্ট হইয়া অভিমান করিলেন। মনের দুঃখে তিনি দিন দিন ক্ষীণ হইয়া পড়িতে গাগিলেন। এমুনি অবস্থায়—রাজধানীতে আসিবার প্রায় চার বৎসর পরের কথা—সম্রাট, একদিন তাহাঁকে দেখিলেন, যেন আকাশের ক্ষীয়মান চন্দ্র কারুণ্যে লাবণ্যে ঝলমল । সম্রাটের অন্তঃপুর রূপের হাট সন্দেহ নাই, কিন্তু সে রূপের হাটে এমন রত্ন আর একটিও নাই, ইহাই সম্রাট জানিতেন ; কিন্তু আজ তাহার মনে হইল, শুধু তাহার অন্দরে নয়, জগতের রূপের হাটেও এ নারীরত্ব অতুল্য। আদর্শনে যে মন তাহার এত দিন কোনক্রমে ধৈর্য ধরিয়া ছিল, আজিকার এই দর্শন তাহার সেই মনেয় বাধ একেবারে ভাঙিয়া-চুরিয়া ভাসাইয়া দিল। প্রেমাদ্র অমৃতপ্ত সম্রাট, আবার মিহরকে ডাকাইয়া পরিণয়ের অনুমতি চাহিলেন । সেদিন যষ্ঠ রাজ্যাঙ্কে নববর্ষের উৎসব। নবহুতে আনন্দের স্বর বাজিতে স্বরু হইয়াছে। অভিমানিনী মিহর প্রেমাত্র-নয়নে সম্রাটের মুখের দিকে চাছিলেন। নীরব ভাষায় সম্রাট, ऊँींझांड्स অনুমতি পাইয়া কৃতাৰ্থ হইয়া গেলেন। তাহার পর যথাসময়ে মহাসমারোহে বিবাহ হইয়া গেল (১৬১১, মে)। মিছরের বয়স তখন প্রায় ৩৬ জহাদীরের ৪২ মিহরউলিস এতদিনে ভারতের