পাতা:দিল্লীশ্বরী.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দিল্লীশ্বরী br8 অদ্ভুত পটুত্ব মনে বিস্ময়ের উদ্রেক করে। দ্বাদশ রাজ্যাঙ্কে জহাঙ্গীর একদিন নূরজহান্‌কে লইয়া শিকারে বাছির হন। ভূত্যের চারিটি বাঘকে ঘেরাও করিলে, নূরুজহান্‌ স্বহস্তে তাহাদিগকে নিহত করিবার জন্য সম্রাটের অনুমতি গ্রহণ করেন, তার পর হস্তিপৃষ্ঠে হাওদার ভিতর হইতে অব্যৰ্থ লক্ষ্যে দুইটি ব্যাঘ্রকে দুইটি গুলিতে, আর বাকী দুইটিকে, দুইটি করিয়৷ চারিটি গুলিতে বধ করেন। তুজুকে' সম্রাটু স্পষ্টই লিখিয়াছেন, এমন অব্যর্থ লক্ষ্যে আর কখনও তিনি ব্যাঘ্র-শিকার দেখেন নাই। জহাঙ্গার খুশী হইয়া নূরজহান্‌কে এক লক্ষ টাকা মূল্যের এক জোড় হীরার পুছি (bracelet)ও হাজার আশ রফি উপগর দেন। এই ব্যাঘ্র-শিকার উপলক্ষ্যে একজন সভাসদ নিয়ের কবিতাটি রচনা কবি।" লেল,— নুরঙ্গহান খরচে বাহরৎ জন অন্ত,। * দর সফ, ই মর্মান জনূ-ই-শের অফি,কন অঞ্জ, । অর্থাৎ,-“নুহজহীন আকৃতিতে স্ত্রীলোক বটে, কিন্তু বীরপুরুষের দলে তিনি ব্যাঘ্রহন্ত্রী নারী। দ্বিতীয়ার্থে শের অফি কনের স্ত্রী । আর্ব ও ফার্স সাহিত্যে এই বিদুষী মহিল৷ বিশেষরূপে পন্ন ছিলেন। ‘মখ ফী’ ছদ্ম নাম লইয়া পারস্য ভাষায় তিনি বহু কবিতা রচনা করিয়া গিয়ছেন । যে-সমস্ত গুণের জন্ত নূরজহান সম্রাটের হৃদয়ে একাধিপত্য বিস্তার করিয়াছিলেন, উপস্থিত-মত কবিতা রচনা তার অন্যতম। খাফি খাঁর গ্রন্থে নূরজস্থানের রচিত কবিতার নিদর্শন আছে। TমBনানয়নলনয় কয়ম,