পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-দর্পণ ১১৩ বিন্দু। বিপিন আমার বিপদসাগরে ধ্রুবনক্ষত্র। ( দীর্ঘনিশ্বাস পরিত্যাগ করিয়া ) বিনশ্বর অবনীমণ্ডলে মানবলীলা, প্রবলপ্রবাহসমাকুলা গভীর স্রোতস্বতীর অত্যুচ্চকুলতুল্য ক্ষণভঙ্গুর। তটের কি অপূৰ্ব্ব শোভা ! লোচনানন্দ প্রদ নবীন দূৰ্ব্বাদলাবৃত ক্ষেত্র, অভিনব পল্লবসুশোভিত মহীরুহ, কোথাও সন্তোষসন্ধুলিত ধীবরের পর্ণকুটীর বিরাজমান, কোথাও নবদূৰ্ব্বাদললোলুপ। সবৎসা ধেনু আহারে বিমুগ্ধ ; আহ ! তথায় ভ্রমণ করিলে বিহঙ্গমদলের সুললিত ললিত তানে এবং প্রফুটিতবনপ্রমুনসেীরভামোদিত মন্দ২ গন্ধবহে পূর্ণানন্দ আনন্দময়ের চিস্তায় চিত্ত অবগাহন করে । সহসা ক্ষেত্রোপরি রেখার স্বরূপ চিড়দর্শন, অচিরাং শোভা সহ কুল ভগ্ন হইয় গভীর নীরে নিমগ্ন । কি পরিতাপ স্বরপুরনিবাসী বমুকুল নীলকীৰ্ত্তিনাশায় বিলুপ্ত হইল—আহা! নীলের কি করাল কর । নীলকর বিষধর বিষপোরা মুখ । অনল শিখায় ফেলে দিল যত সুখ ॥ অবিচারে কারাগারে পিতার নিধন । নীলক্ষেত্রে জ্যেষ্ঠ ভ্রাতা হলেন পতন ॥ পতিপুত্ৰশোকে মাতা হয়ে পাগলিনী । স্বহস্তে করেন বধ সরলা কামিনী ॥ অামার বিলাপে মার জ্ঞানের সঞ্চার । একেবারে উথলিল দুঃখ পারাবার ॥ শোকশূলে মাখা হলো বিষ বিড়ম্বনা। তখনি মলেন মাতা ৰুে শোনে সাত্বনা ৷ কোথা পিতা কোথা পিতা ডাকি অনিবার । হাস্তমুখে আলিঙ্গন কর একবার । জননী জননী বলে চারি দিকে চাই । আনন্দময়ীর মূৰ্ত্তি দেখিতে না পাই । እ ዓ