পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক প্রথম গর্ভাঙ্ক রতিকান্ত সদাগরের বাড়ী এক দিক্ হইতে মালতী অপর দিক্ হইতে মল্লিকার প্রবেশ মাল। কি লো মল্লিকে হাসি যে গালে ধরে না । মল্লি । ও ভাই বড় রঙ্গের কথা শুনে এলেম, মহারাজ নাকি বিয়ে করবেন। মাল। মাইরি ? মিছে কথা । মল্লি । মাইরি মালতি, তোর মাত খাই । মাল । ছোট রাণী মলে রাজার এত শোক করা কেবলই মৌখিক—আর বিয়ে করবেন না, অরণ্যে যাবেন, তীর্থ করবেন, তপস্বী হবেন, সকলি কথার কথা । মল্লি । আহা দিদি । আমরাই মরি ভাতার ভাতার করে, ওরা কি আমাদের মনে করে, ওদের মত বেইমান আর কি আছে । যখন কাছে থাকেন, তখন স্বর্গে তোলেন, বলতে কি তখন ভাই বোধ হয় মিনসে বুঝি আমায় বই আর জানে না, আমি মলে মিনসে বুঝি সমরণে যাবে । মরে বাচার ওষুধ পাই তবে মরে দেখি, আবার বিয়ে করে কি না । মাল। আহা ! বড় রাণী এখন থাকলে মুখ হতো। মল্লি । হ্যা ভাই ছোট রাণী কি যথার্থ বিষ খাইয়েছিল ? মাল। না বোন কারো মিছে দোষ দেব না, বড় রাণী বিষ খেয়ে মরেন নি। ছোট রাণী, মহারাজা, আর রাজার মা বড় রাণীকে বড় যন্ত্রণ দিয়েছেন । ছোট রাণীর সতিন, সে কল্যে নিন্দে নেই, এমন পোড়ার-মুখে শাশুড়ী ভাই কখন है।