পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ও দীনবন্ধু-গ্রন্থাবলী দেখি নি ; রাজা যদি কোন দিন সক্‌ করে বড় রাণীর ঘরে যেতেন, বুড়ে মাগী, রায় বাগিনীর মত এসে পড়তে । মল্লি। রাজরাণীই হন আর রাজকন্যাই হন, ভাতারের সুখ না থাকলে কোন মুখ ভাল লাগে না । সোনা দানা দুদের বাটা। স্কুও মেগের ওঁচলা মাটী ৷ মাল। আহ বোন, তাই কি তিনি ভাল খাওয়া পরা পেতেন, রাজরাণী ছিলেন বটে, কিন্তু কখন ভাল কাপড় পরতে পান নি, পেট্ট ভরে খেতে পান নি, বেয়ারাম হলে চিকিৎসা হতে না, পিপাসায় একটু জল দেয় এমন একটি দাসী ছিল না ; শাশুড়ী যে যন্ত্রণা দিয়েচেন, বড় রাণীর বিনা চক্ষের জলে একটি দিনও যায় নি। মল্লি । তবে ঐ বুড়ে মাগীই বড় রাণীকে মেরেচে—ন ? মাল। ন লো না, বড় রাণীকে কেউ মারে নি, কিন্তু ছোট রাণী যদি কবিরাজকে হাত কত্তে পাত্তেন, তা হলে বড় রাণীকে বিষ খাওয়াতেন, তার আর কোন সনদ নাই । মল্লি । তবে বড় রাণী কেমন করে মলেন ? মাল। ও ভাই শুনবি, মহারাজ যদিও ছোট রাণী আর মায়ের ভয়েতে বড় রাণীর ঘরে যেতে পাত্তেন না, কিন্তু সুযোগ পেলে কখন কখন তার ঘরে যেতেন, কপালক্রমে বড় রাণীর পেট হলো, বড় রাণীর পেট হয়েছে শুনে শাশুড়ী মাগী যেন আগুন হয়ে উঠলো, বিয়ন্ত বাগিনীর মত গজরাতে লাগলো। মল্লি । আহা ! কি গুণের শাশুড়ী গো, ইচ্ছে করে পাদব জল খাই । মাল। তার পর ভাই মাগী রাষ্ট করে দিলে, বড় রাণীর কুচরিত্র ঘটেচে, আহা ! বড় রাণীর খেদের কথা মনে হলে