পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী >> আজও চক্ষে জল আসে। শাশুড়ীর মুখে এই কথা শুনে র্তার মাতায় যেন বজ্রাঘাত হলে, হাপুৰ্য নয়নে কাদূতে লাগলেন । মল্লি । ভাল মহারাজ কেন বল্যেন না তিনি গোপনে গোপনে বড় রাণীর ঘরে যেতেন । মাল। মহারাজ মানুষ হোলে বলতেন, তা উনি তো মানুষ নন, উনি ছোট রাণীর “রামবল্লভ,” প্রথমে বড় রাণীকে সাম্বন। কল্যেন যে, এমন আহলাদের বিষয় নিয়ে খেদ করা উচিত নয়, তার পর যাই ছোট রাণী কল টিপে দিলে, ওমনি সব ভুলে গেলেন, স্ত্রীহত্যা কত্তে বসলেন, মায়ের কাছে ভয়েতে স্বীকার কল্যেন, বড় রাণীর সঙ্গে তার সাক্ষাৎ ছিল না । মল্লি । বলিস্ কি, মাইরি ? এমন কথা তো কখন শুনি নি, সাদে বলি পুরুষ এক জাত সতন্তর— মধুপান কত্তে পারি। মাচির কামড় সইতে নারি ॥ বিস্তর বিস্তর ভাতার দেখিচি, এমন ভাতার ভাই কখন দেখি নি—বড় রাণী কি কল্যেন ? মাল। আহা! ভাই, ভাতারের মুখে বড় কথা শুনলে, গলায় দড়ি দিতে ইচ্ছে করে, এতে কি প্রাণ বঁাচে, বড় রাণী স্বামীর মুখে অখ্যাতি শুনবেমাত্র জলে ডুবে মলেন । মল্লি । আহ ! আহা ! ও যাতনার ঐ ওষুধ, আমার গাট কাটা দিয়ে উঠচে ; মহারাজ স্ত্রীহত্যা কল্যেন ? মাল। মহারাজ প্রথম প্রথম বড় অসুখী হয়েছিলেন, রাজসিংহাসনে বসে থাকতেন আর দুই চক্ষু দিয়ে দর দরু করে জল পড়তে ; বাড়ীর ভিতর কোন খেদ কত্তে পাত্তেন না। মল্লি । আর ঘেন্নার কথা বলিস নে, পোড়া কপাল অমন খেদের । বলে