পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী لاها পাশে—বালা আচতুরা সরলতাময়, নলিনী নয়ন টান সরম তুলিতে । কামিনীর মুখশশী—নব কমলিনী নিরমল—হেরি ইচ্ছা স্বাদশ লোচনে । সৌন্দৰ্য্য ভাণ্ডার এই অসীম জগৎ ; বিরাজে রতনরাজি কত রূপ ধরে, সে সব দেখিতে মন হয় উচাটন, সে সব দেখিতে চেষ্টা অনেকেই করে— বারি বরিষণ পরে অম্বরের পথে শরদের শশধর অতি মলোহর, কে মুখী না হয় হেরে সে শশিমাধুরী ? উষায় অপূৰ্ব্ব শোভা মানসসরসে— শিশিরাভিষিক্ত পদ্ম—পতির বিরহে জলজ সুন্দরী যেন কেঁদেছে নিশিতে— ফুটিল আনন্দে যেন হাসিল সোহাগে পাইয়ে বিবাগি পতি বিরহিণী বালা না মুছে নয়ন । করে সস্তরণ স্বথে মরগলের মালা, হেঁসে হেঁসে ভেসে যায় কমলিনী কাছে , স্বৰী সঙ্গিনীর মুখে । হেরিলে এমন শোভা কে সুখী না হয় ? মহীধর পরে শোভে কমলার তরু, কমলা কদম্ব ভার ভরে অবনত— স্থপক সোনার বর্ণ—কামিনীকুস্তলে যেন মণিপুঞ্জ বিরাজিত মনোহর । এ শোভা দেখিতে কেবা না হয় ব্যাকুল ?— তপলতনয় তটে ময়ুর ময়ুরী, বিস্তার করিয়া পুচ্ছ নয়ন নন্দন প্রেমানন্দে নাচে সুখে—এ শোভা হেরিয়ে মোহিত না হয় কেবা এ মহীমণ্ডলৈ । বিকালে বারিদ কোলে আলো করি দিকৃ