পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী woዓ ( দীর্ঘনিশ্বাস ) গতানুশোচনা নাস্তি, বিরহ ব্যাটার অাজে। বিষদাত পড়ি নি । রাজা । মাধব, অবলা কি প্রবলা ! এমন পাগলের মনকেও বিমোহিত করেচে । মাধ। মহারাজ, সভায় চলুন। রাজা । গুরুপুত্র সভাস্থ হয়েছেন ? মাধ। আজ্ঞা, তিনি আগতপ্রায় ; আপনার যেমন মন্ত্রী, তেমনি গুরুপুত্র ; মন্ত্রীর বুদ্ধিটি বার হাত কাকুড়ের তের হাত বিচি, এমন প্রকাণ্ড পেট, তবু বুদ্ধির কানা বেরিয়ে থাকে, আর গুরুপুত্র তো মারলে কোক করেন না, পাছে ক উচ্চারণ হয় । রাজা । বোধ করি, তুমি গুরুপুত্রের বিচার দেখ নি, গুরুপুত্র সকলকে পরাজয় করেচেন । মাধ। মহারাজের গুরুপুত্র, বড় বাপের ব্যাট, উনি সকলকে প্রশ্ন জিজ্ঞাসা করেন, ওঁয়াকে তো কেউ কোন প্রশ্ন জিজ্ঞাসা কত্তে পারে না, যদি কেহ ওঁয়াকে লক্ষ্য করে তর্ক কত্তে চায়, খোসামুদের অমনি বলে “এ অতিব্যাপকতা, গজেন্দ্র গণেশ গজানন তর্কপঞ্চাননের পুত্রের সহিত তর্ক কাহারে সম্ভবে না।” মহারাজ, পরীক্ষা করা সহজ, দেওয়াই কঠিন । বাধা বাঘের স্যাজ টানলিই যদি বাঘ মারা হয়, তবে গুরুপুত্র সকল পণ্ডিতকে পরাজয় করেছেন । মহারাজ, তর্কালঙ্কার মহাশয় আমারে বলেচেন, গুরুপুত্র কিছুই জানেন না, কেবল সভার দিন খুজে খুজে, হাতে বহরে লম্বা, আসর গরম করা গোটা কতক কথা শিখে আসেন, তাই আওড়ান, আর সকল লোকে ধন্ত্য ধন্ত করে । রাজা। তুমি এত সংবাদ কোথায় পাও ?