পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬ দীনবন্ধু-গ্ৰস্থাবলী বেল্লিক, মুখ দিয়ে নির্গত কল্যে, আমি সিদের বিষয় বিবেচনা করা যাবে ৰল্যেম, ঠাকুর মহাশয় অমনি জল হয়ে গেলেন। রাজা । প্রিয় মাধব, তোমায় মনের কথা বলতে কি, আমি বড় রাণীর শোকে অধীর হইচি, আমি সভাতেও যাব না, বিয়েও করবে না। মাধ। মহারাজ, কাণ র্কাদেন সোনারে, সোনা র্কাদেন কাণেরে, চক্রবর্তী ব্রাহ্মণদের তিন পুরুষের মধ্যে একটি বিয়ে হয় না, আপনার বিয়ের নামে দেড় কাহন মেয়ে জুটেছে । আপনি যদি স্পষ্ট বলেন যে বিয়ে করবেন না, মেয়ের বাজার একদিনে নরম হয়ে যাবে। মহারাজ, আজকাল দর খুব বেড়েচে, আমি ভেবেছিলেম, এইবার অল্প দরে একটা শু্যালেখেগো পাটি কিনবো, তা মহারাজ, এগোনো যায় না, বাজার ভারি গরম । রাজা । শু্যালেখেগে৷ পাটি কিরূপ ? মাধ। আজ্ঞে এই, গন্নাকাটা মেয়ে। রাজা। মাধব, তুমি যদি যথার্থ বিবাহ কর, আমি উত্তম পাত্রী অন্বেষণ করে তোমার বিয়ে দিই । মাধ। মহারাজ, মাধবীলতা বিরহে মাধব কি বেঁচে আছে ? মাধব মরে ভূত হয়েছে, ভূতের কি আর বিয়ে হয় ? রাজা । মাধব, মাধবীলতা তোমায় বিয়ে করি নি, বিয়ে কত্তে চেয়েছিল, তুমি তাতেই এই ব্যাকুল, আমি আমার পাটরাণী প্রমদা বিরহে জীবিত আছি, আশ্চৰ্য্য ! মাধ। মহারাজ, মনে মনে মিল, লেগে গেল থিল, বিয়ে করি আর না করি, যখন সে আমায় ভাল বাসতে, আমি তাকে ভাল বাসতেম, তখন বিৰাহের বাব হয়েছিল ।