পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 দীনবন্ধু-গ্রন্থাবলী কোথায়, আর একবার ভূত ঝাড়ান ঝাড়িয়ে দিই । ( বাট। গ্রহণ ) জল । জগদম্ব, আমি তোমারে খুব ভাল বাসি— জগ । তোর মুখে ছাই, তোর সর্বনাশ হক, দূর হ এখান হতে ( ঝাটার আঘাত দ্বারা জলধরকে ফেলিয়া দেওন ) তোর হাতে পড়ে এক দিনের তরে সুখী হলেম না। আমি মরি পাড়ার মেয়েদের সঙ্গে ঝকৃড়া করে, উনি তাদের কাছে আমার এমনি নিন্দে করে বেড়ান, ছিকুলো ছি—ভাত দেবার ভাতার নন, নাক কাটুবার গোসাই । আমার বার মাস, দশ মাস পেট, অ-মর । জল (গাত্ৰোখান করিয়া ) জগদম্বা, আমি তোমার মাতায় হাত দিয়ে দিবিব করচি, আর কখন কোন দোষ হবে না (হস্ত বিস্তার করিয়া ) আমি শপথ করে বলচি— জগ । ( জলধরের হস্তে ধাক্কা দিয়ে ) অামি মালতীর দাসী, অামার মাতায় হাত দিয়ে দিবির কল্যে তোমার মালতী রাগ করবে। । জল । জগদম্ব, আমাকে মাপ কর, তুমি যা বলবে, আমি তাই করবো। আমি এই নাকে খত দিচ্চি (নাকে খত দেওন )। জগ । আচ্চা, মালতী আর মল্লিকেকে মা বলে ডাক । জল । হ্য, তা তুমি বল্পিই হলো । জগ । আমাকে তুমি বাছা বলেচে, আমার মা বলায় তোমার সম্পর্ক বাদবে না, বল, মালতী আমার মা, মল্লিকে অামার মা । জল । মালতী তোমার মা, মল্লিকে তোমার মা । জগ । সৰ্ব্বনাশীর ব্যাট, আমার রাগ বাড়াতে লাগলো, মা বলবি তো বল, নইলে মুড়ো বাট গালে পুরে দোবো।