পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী Q? জল । জগদম্ব, যা হোক, এক রকম চুকে বুকে গেল, এখন আর দিন দুই যাক, তার পর যা হয়, তা করা যাবে। জগ। আমার পোড়া কপাল পুড়েচে, আমি তোমারে আর কিছু বলবে না, আমি আত্মহত্যা করবো, (গালে মুখে চড়াইতে চড়াইতে ) অামারে সদাই জ্বালায়, সদাই জালায়, সদাই জালায় । জল । জগদম্ব রাগ করে না, বলি । জগ । অাচ, বলে । জল ৷ ছুজনকেই বলতে হবে ? আজ এক জনকে বলি, কাল এক জনকে বলবো । জগ । ( গালে মুখে চড়াইতে চড়াইতে ) অামার এই ছিল কপালে, এই ছিল কপালে, এই ছিল কপালে । জল । বলি—আজি মল্লিকেকে বলি, কাল মালতীকে বলবো । - জগ । আমি রাড় হয়েচি, আমার শাড়ী পরা ঘুচে গেচে, অামি একাদশী কচ্চি, হাতে আর গহনা রেখিচি কেন (হাতের পৈচে, বাউটি, তাবিজ খুলে জলধরের গায়ে ফেলিয়া ) এই স্যাও, এই ন্যাও, এই ন্যাও । জল । বলি—কি, কি বলতে হবে— জগ । বল, মল্লিকে আমার মা, মালতী আমার মা । জল । মল্লিকে আমার মা, মালতী আমার—তাইরে নারে, নাইরে নারে না । জগ । তোমার মতিচ্ছন্ন ধরেচে, ( ঝাটার আঘাতের দ্বারা জলধরকে ফেলাইয়ে) থাক, তোর মালতীকে নিয়ে, আমি এখনি মরবো । [ বেগে প্রস্থান । জল (গাত্রোথান করিয়া ) এটা ঝকমারির মাসুল —