পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী ¢ ጳ জগ । আমি জগদম্ব, আমি জগদম্বা । ( ঘোমটা মোচন ) রতি । রাম । রাম । রাম ! ( জগদম্বার পদদ্বয় দর্শন করিয়া ) না, পেতনী না, জগদম্বাই বটে –মল্লিকে আমাকে যথার্থই খেপায়, আমায় বলে দিলে মালতী এখানে এসেচে– আমিও তেমনি কাণপাতলা, বাড়ী ন দেখে ওমনি চলে 凶了可瓦 1 { রতিকাস্তের প্রস্থান । জগ । একেই বলে চোরের উপর বার্টুপাড়ি—ভাগগি পালাই নি, তা হলেই দৌড়ে গিয়ে লাটি মারতে, আর ক্যাক করে প্রাণটা বেরিয়ে যেতো । [ প্রস্থান । দ্বিতীয় গর্ভাস্ক বিদ্যাভূষণের খিড়কির সরোবর তপস্বিনীর বেশে কামিনীর প্রবেশ কামি । এইরূপেই পাগল হয় । রাজরাণীর বেশ করে দেখলেম, তা আমায় কিছুমাত্র সাজে না, পরে কত যত্নে এই তপস্বিনীর বেশ ধারণ কল্লেম, আহ ! এ পবিত্র বেশে আ মায় কেমন দেখাচ্চে, আমি আপনার বেশে আপনি মোহিত হচ্চি । আহা ! সেই নবীন তাপস-জননী দিবাযামিনী কেবল জগদীশ্বরের ধ্যান করেন,—আমি এই উচ্চ অালসের উপর বসে, সেই দুঃখিনী তপস্বিনীর হ্যায় একবার নিৰ্ম্মলচিত্তে চিন্তামণির ধ্যান করি । ( আলসের উপর উপৰেশন নিস্তর চক্ষু মুদ্রিত করিয়া ধ্যান ) ।