পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী نام وی \ বিজয় । ( প্রকাশে ) কামিনি, কামিনী ফুল তপস্বি রমণ । কামি । ( লজ্জায় নম্রমুখী ) বিজয় । কামিনি, তোমার মুখচন্দ্র দর্শন করে অবধি অামি পাগলের ন্যায় ভ্রমণ করিতেছিলাম। তন্মনা হয়ে ভাবিতেছিলাম, কি প্রকারে অার একবার তোমার মুখকমল নয়নগোচর করবে। কামিনি, একাগ্রচিত্তে আশা করিলেই আশার স্থসার হয় । কামি । এ অামাদের খিড়কির সরোবর—আপনি এখানে এলেন কেমন করে ? বিজয় । বিধুমুখি, তোমার জননী আমাকে আসতে বলেছিলেন, তিনি আমার মাতার দুঃখের কাহিনী শুনিবার জন্যেই আমাকে আসতে বলেছিলেন, আমি সেই কাহিনী বলতে যত হোক না হোক তোমার মুখ-কমলিনী দেখতে তোমাদের ভবনে আসতেছিলেম । বাটীর অনতিদূরে শ্রবণ করলেম, তোমার জননী ও আর আর সকলে রাজবাটী গমন করেচেন, শুনে একেবারে হতাশ হলেম, ইতিমধ্যে জানতে পারলেম, তোমার শরীর অস্থস্থ, তুমি বাটতে আছ, আরও জানলেম, পদ্মিনীনাথ যখন পদ্মিনীর নিকট হইতে বিদায় গ্রহণ করেন, সেই সময় তুমি এই সরোবরতীরে ভ্রমণ করে বেড়াও, এই জন্যেই আমি এখানে আগমন করিচি । কামি । এ যে আমাদের খিড়কির পুকুর, এ বাগানে তো কখন পুরুষ আসে না, আপনাকে এখানে দেখে আমার গ কাপচে । বিজয় । কামিনি, গা কঁপিবার কোন কারণ নাই, তপস্বীরা বনবাসী, বনচর , নয়, তারা অপদেবতাও নয়, দেবতাও নয় ।